রোববার সকালে (১১ জানুয়ারি) বিশ্বের ১২৫টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষ অবস্থানে রয়েছে ঢাকা। সকাল সাড়ে ৮টায় রাজধানীর বায়ুর মান সূচক (একিউআই) ২৩৫ রেকর্ড করা হয়, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে ধরা হয়েছে।
এর আগে শুক্রবার ও শনিবারও রাজধানীর বায়ু ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল। ছুটি শেষে কর্মদিবস শুরু হলেও দূষণ পরিস্থিতিতে কোনো স্বস্তি দেখা যায়নি।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, আজ ঢাকার চেয়ে খুলনার বায়ুদূষণ আরও বেশি—খুলনার একিউআই ২৮৩। ঢাকার বিভিন্ন এলাকায় সকালেই দূষণের মাত্রা অত্যন্ত বেশি ছিল; দক্ষিণ পল্লবীতে একিউআই ৩০৪, মিরপুর ইস্টার্ন হাউজিংয়ে ৩০২, কল্যাণপুরে ২৮৩, বে’জ এজওয়াটারে ২৭২, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকায় ২৫৯ এবং শান্তা ফোরামে ২৩১ রেকর্ড করা হয়।
বিশেষজ্ঞরা বলছেন, শুধু ঢাকা নয়—সারা দেশেই বায়ুদূষণ বেড়েই চলছে। ঢাকাকেন্দ্রিক উদ্যোগের ফলে দৃশ্যমান কোনো উন্নতি হয়নি।
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, দূষিত অবস্থায় বাইরে বের হলে মাস্ক ব্যবহার করা, খোলা জায়গায় ব্যায়াম এড়িয়ে চলা এবং ঘরের জানালা বন্ধ রাখা জরুরি।

