শুক্রবার ভোরে পাকিস্তান ও সীমান্তবর্তী অঞ্চলে ৫.৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। পাকিস্তান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট (পিএমডি) জানিয়েছে, রাত ২টায় তাজিকিস্তান–শিনজিয়াং সীমান্ত অঞ্চলে ভূ-পৃষ্ঠ থেকে ১৫৯ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প সংঘটিত হয়।
ইউরোপীয় মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) মুহূর্ত-ভূমিকম্প স্কেলের ভিত্তিতে এর মাত্রা ৫.৩ দেখিয়েছে। ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, পাকিস্তান, তাজিকিস্তান, চীন ও আফগানিস্তানসহ বিভিন্ন দেশে এর প্রভাব অনুভূত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্টে বলা হয়েছে, ইসলামাবাদ এবং খাইবার পাখতুনখাওয়া অঞ্চলেও ভূমিকম্পের ধাক্কা অনুভূত হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পাকিস্তান আরবীয়, ইউরো-এশিয়ান ও ভারতীয় তিনটি প্রধান টেকটনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত। দেশে পাঁচটি সিসমিক জোন এবং একাধিক ভাঙনরেখা থাকায় ভূমিকম্প প্রায়শই ঘটতে থাকে।
গত বছরের অক্টোবর মাসে করাচিতে ৩.২ মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়। এর এক মাস আগে খাইবার পাখতুনখাওয়ার বিভিন্ন এলাকায় ৫.৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল।
