বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ রকিবুল ইসলাম (৩৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৫ জুলাই) দুপুরে তাকে ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে। এরআগে সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ৪ টার দিকে উপজেলার বল্লভদি ইউনিয়নের উত্তর চন্ডিবর্দী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেফতার হওয়া রকিবুল ইসলাম বল্লভদী ইউনিয়নের বাউষখালী গ্রামের মৃত দাদন ফকিরের ছেলে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, রকিবুল দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজার ব্যবসা চালিয়ে আসছিল। এতে স্থানীয় যুবসমাজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছিল। বিষয়টি আমরা জানতে পেরে উত্তর চন্ডিবর্দী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে আধা কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়। রকিবুলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।