শাহ আলম জাহাঙ্গীর
কুমিল্লা প্রতিনিধি
“নেই পাশে কেহই যার, সমাজসেবা আছে তার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলায় শিশু সুরক্ষায় ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত এতিমখানার ভূমিকা শীর্ষক সেমিনার ও কর্মচারীদের দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ)বিকেলে উপজেলা পরিষদের কবি নজরুল মিলনায়তনে এই সেমিনার ও প্রশিক্ষনের আয়োজন করে উপজেলা সমাজসেবা কার্যালয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ নুরুল ইসলাম পাটওয়ারী।
উপজেলা সমাজসেবা অফিসার বরুন চন্দ্র দে এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক (কার্যক্রম ও সামাজিক নিরাপত্তা) মিজানুর রহমান।
এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সফিউল আলম তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল আউয়াল খন্দকার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাক, সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ, হাফেজ আমিনুল ইসলাম, মাওঃ হাবিবুর রহমান হেলালি, মাওঃ জসিম উদ্দিন, মাওঃ মোস্তাফিজুর রহমান প্রমূখ।







