Bangla FM
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • কলাম
  • ভিডিও
  • অর্থনীতি
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • প্রবাস
  • বিজ্ঞান প্রযুক্তি
  • মতামত
  • লাইফস্টাইল
No Result
View All Result
Bangla FM

সিলেট নগরীতে হকারদের দখলে ফুটপাত : পথচারি ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ

Bangla FMbyBangla FM
3:32 am 27, February 2025
in সারাদেশ
A A
0

সিলেট ব্যুরো:-

সিলেট নগরীর গুরুত্বপূর্ণ রাস্তা ও ফুটপাত ফের হকারদের দখলে। গত কয়েকদিন পুর্বে এসব হকারদের উচ্ছেদে অভিযান পরিচালনা করার পর যেই কদু সেই লাউ। বরং আগের চেয়ে আরো দ্বিগুন হকার ফুটপাতে বসছে।
গোটা নগর যেন পরিণত হয়েছে হকারের নগরে। প্রতিদিন দুপুর থেকেই ফুটপাত ও রাস্তা দখল করে গভীর রাত পর্যন্ত চলে বিভিন্ন রকম পণ্য বেচা-কেনা। হকারদের জন্য নির্দিষ্ট হকার মার্কেট ছেড়ে অধিকাংশ হকার এখন জায়গা করে নিয়েছেন রাস্তা ও ফুটপাতে। রাস্তা ও ফুটপাত হকারদের দখলে চলে যাওয়ায় পথচারী তথা যানবাহন চলাচলে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।  দেখে মনে হবে অনেকটা স্থায়ীভাবে দখল করে বসেছে ভাসমান ব্যবসায়ীরা। ফলে দুর্ভোগে পড়তে হচ্ছে নগরে চলাচলকারীদের। একই সঙ্গে নগরে সারাক্ষণ লেগে আছে যানজটও। স্হায়ীভাবে হকার উচ্ছেদে সিলেট সিটি করপোরেশন ও প্রশাসনকে কোনো উদ্যোগ নিতে দেখা যাচ্ছে না।
উল্টো সিলেট সিটি করপোরেশনের অসাদু কর্মচারি পুলিশ ও রাজনৈতিক নোতাদের  দিকে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। তবে এসব অভিযোগ মিথ্যা বলে পাল্টা অভিযোগ করা হয়। নগরীর ফুটপাত জুড়ে ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের অবস্থান ছিল দীর্ঘদিনের সমস্যা। অতীতে ফুটপাত দখলমুক্ত করতে সময়ে সময়ে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান পরিচালনা হলে সাময়িকভাবে হকাররা দখল ছেড়ে গেলেও পুনরায় কিছু সময় পরে তারা আবার দখল পুনঃপ্রতিষ্ঠা করে ব্যবসা চালাচ্ছেন। 
ইতিমধ্যে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করে লাদীঘিরপাড় হকার মার্কেট সংলগ্ন মাঠকে ১ কোটি ৬৫ লাখ টাকা ব্যয় করে মার্কেট স্থাপন করে দেয়া হলেও সেখানে হকাররা যেতে নারাজ। তারও কারন রয়েছে, গ্রাহকরা ভিতরে গিয়ে পণ্য কিনতে সাচ্ছন্দবোধ করেন না। তাই বাধ্য হয়ে হকাররা ফুটপাতে ব্যবসা করছেন এমন বক্তব্য পাওয়া গেছে কয়েকজন হকারের কাছ থেকে।
গত ৫ আগস্টের পর পর্যায়ক্রমে হকাররা আবার রাস্তা ও ফুটপাতে আসতে শুরু করে। সিটি করপোরেশনের পক্ষ থেকে হকার উচ্ছেদ অভিযান  চালানো হলেও অবস্থার তেমন উন্নতি হচ্ছেনা। নগরীর প্রাণকেন্দ্র বন্দরবাজার, জিন্দাবাজারের রাস্তা ও ফুটপাত জুড়ে ভ্রাম্যমাণ হকারদের ব্যবসা এখন জমজমাট। এ ছাড়াও জিন্দাবাজার থেকে চৌহাট্টা হয়ে আম্বরখানা পর্যন্ত রাস্তার পাশে রয়েছে হকারদের অবস্থান। সন্ধ্যার পর নগরীর প্রাণকেন্দ্র জিন্দাবাজার ও বন্দরবাজারের চেহারা সম্পূর্ণরূপে পাল্টে যায়।  হকারদের অবস্থানের কারণে পথচারীদের মারাত্মক ভোগান্তি পোহাতে হয়। হকার উচ্ছেদে জোরালো কোন ভুমিকা নেই বললে চলে। নাম কা ওয়াস্তে মাঝে মধ্যে অভিযান চালানো হলেও ফের  রাস্তা দখল করে দিব্বি ব্যবসা চালিয়ে যাচ্ছে হকাররা।
হকারদের ফটপাত বা রাস্তা দখলের কারনে সব থেকে দুর্ভোগ পোহাতে হয় পথচারিদের। সেই সাথে লেগে থাকে যানজট।
কেন সিলেট নগরীকে হকার মুক্ত করা যাচ্ছেনা এমন প্রশ্ন খুজতে গিয়ে সুত্র থেকে জানা যায়, লাইনম্যান নামক এলিয়েনের হদিস। এসব এলিয়েনরদের মধ্যে কেউ সিসিকের লাইনম্যান, কেউ রাজনৈতিক নেতা আবার সেই সাথে রয়েছেন বন্দর বাজার পুলিশ ফাড়ির নামেরও এলিয়েন। স্হানীয় সুত্র জানায়, সিলেট নগরীতে প্রতিদিন প্রায় হাজারের উপর হকার বিভিন্ন ধরনের জিনিসপত্র নিয়ে বসেন বিত্রিুর জন্য।
আর তাদের থেকে চাঁদা হিসেবে উঠে লাখ-লাখ টাকা। সুত্র বলছে এই টাকার ভাগ যায় সিসিক, রাজনৈতিক ও ফাঁড়ির এলিয়েনদের পকেটে। প্রতিদিন সন্ধ্যার পর থেকে শুরু করে ধাপে-ধাপে হকারদের কাছ থেকে তোলা হয় চাঁদা। এই চাঁদা তোলার জন্য রয়েছে নির্দিষ্ট লোক। এদের মধ্যে কেউ পুলিশ ফাঁড়ির নামে, কেউ সিসিকের লাইনম্যান ও রাজনৈতিক দলের কর্মী। কাউকে ৫০ টাকা, কাউকে ১০০ টাকা দিতে হয়। না দিলে সিস্টেমে সরিয়ে দেওয়া হয় ওই স্থানের হকারদের।
সুত্র জানায় এসব এলিয়েনদের কারনে হকাররা তাদের পণ্যের মুল্য বাড়িয়ে দেয়। যার কারনে সাধারন জনগন চড়া মুল্যে পণ্য খরিদ করতে হয়। সিলেট নগরের সচেতন নাগরিকদের মতে হকারদের তালিকা করে তাদের হকার মার্কেট মাঠে পুনর্বাসন করে দিলে হয়ত ভোগান্তি কমবে।সেই সাথে আইন অমান্যকারিদের বিরুদ্ধে কঠিন ব্যবস্হা গ্রহন করলে রাস্তা ও ফুটপাত হকারমুক্ত হবে।

এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন আমরা ফুটপাত হকারমুক্ত করার জন্য কাজ করছি। চাঁদা তোলার ব্যাপারে তিনি বলেন, এ বিষয় আমার জানা নেই, তবে সঠিক তথ্য পেলে ঐ ব্যাক্তির বিরুদ্ধে ব্যবস্হা গ্রহন করা হবে।
এ ব্যাপারে বন্দর বাজার পুলিশ ফাড়ির ইনচার্জ এবাদউল্লা জানান, ফাড়ির নামে কে বা কারা চাঁদা তুলছে এ বিষয়টি নিয়ে অভিযান অব্যাহত আছে।  তথ্য পাওয়া গেলে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন কতোয়ালী থানা বা বন্দর পুলিশ ফাড়ি চাঁদা তোলার সাথে জড়িত নয়। যারা পুলিশের নামে এরকম অন্যায় কাজ করছে তাদের  খোজে বের করা হবে। 

Tags: দুর্নীতিসিলেট
ShareTweetPin

সর্বশেষ

গোপালপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আর্থিক অনুদান প্রদান

September 19, 2025

বাংলাদেশকে পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানির পথে দ্রুত অগ্রসর হতে হবে : ড. মুহাম্মদ ইউনূস

September 19, 2025

জাতিসংঘে ইরান যে কারনে ফিলিস্তিনকে ভোট দেয়নি

September 19, 2025

পিরোজপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে ১৫ জন নির্বাচিত

September 19, 2025

শ্রীমঙ্গলে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ সহায়তা বিতরণ

September 19, 2025

সৈয়দপুরে ব্যবসায়ীর বিরুদ্ধে ৫ বছরের শিশুর শ্লীলতাহানির অভিযোগ

September 19, 2025

প্রকাশক: আনোয়ার মুরাদ
সম্পাদক: মো. রাশিদুর ইসলাম (রাশেদ মানিক)
নির্বাহী সম্পাদক: মুহাম্মদ আসাদুল্লাহ

বাংলা এফ এম , ১৬৪/১, মোহাম্মাদিয়া হাউসিং সোসাইটি, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭, বাংলাদেশ

ফোন:  +৮৮ ০১৮১১-২৭৪০১৫
ইমেইল: banglafm@bangla.fm

  • Disclaimer
  • Privacy
  • Advertisement
  • Contact us

© ২০২৫ বাংলা এফ এম

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বিশ্ব
  • সারাদেশ
  • বিনোদন
  • খেলাধুলা
  • প্রবাস
  • ভিডিও
  • কলাম
  • অর্থনীতি
  • লাইফস্টাইল
  • ক্যাম্পাস
  • আইন ও আদালত
  • চাকুরি
  • অপরাধ
  • বিজ্ঞান প্রযুক্তি
  • ইতিহাস
  • ফটোগ্যালারি
  • ফিচার
  • মতামত
  • শিল্প-সাহিত্য
  • সম্পাদকীয়

© ২০২৫ বাংলা এফ এম