প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, বৈধ ও আইনসঙ্গত নির্বাচন ছাড়া তার কোনো মানে হয় না। তিনি জানিয়েছেন, একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ ও উৎসবমুখর নির্বাচন নিশ্চিত করাই তার প্রধান দায়িত্ব। গণ-অভ্যুত্থানে নিহতদের বিচার ও রাজনৈতিক সংস্কার ছাড়া ভোট হলে দেশে আবারও পুরোনো সংকট ফিরে আসবে বলেও সতর্ক করেছেন তিনি।
মালয়েশিয়ার কুয়ালালামপুরে সিঙ্গাপুরভিত্তিক চ্যানেল নিউজ এশিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে বুধবার এসব কথা বলেন ড. ইউনূস। তিনি জানান, দায়িত্ব নেওয়ার পর যে তিনটি লক্ষ্য—সংস্কার, বিচার ও নির্বাচন—নির্ধারণ করা হয়েছিল, সেগুলো বাস্তবায়নের প্রায় শেষ পর্যায়ে রয়েছে সরকার।
ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে তিনি বলেন, তাকে দেশে ফেরত না দিলেও যেন বাংলাদেশকে অস্থিতিশীল করার সুযোগ না দেওয়া হয়—এ বিষয়ে ভারতের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
প্রধান উপদেষ্টা আরও জানান, পাকিস্তান, চীন ও ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে চান তারা। পাশাপাশি নেপাল, ভুটান ও ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বঙ্গোপসাগরকেন্দ্রিক অর্থনৈতিক সহযোগিতায় যুক্ত করার প্রস্তাব দেন।
ড. ইউনূস বলেন, প্রথমে দায়িত্ব নিতে না চাইলেও ছাত্রনেতাদের অনুরোধ ও জনগণের ত্যাগ তাকে রাজি করিয়েছে। নির্বাচন শেষে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়াবেন এবং আশা করেন, নতুন সরকার গণতান্ত্রিক নীতিমালা মেনে চলবে।