মো.আব্দুল কুদ্দুস,সিরাজগঞ্জ প্রতিনিধি:
সিরাজগঞ্জের শাহজাদপুরে বাড়ির পাশে খালে কাপড় পরিষ্কার করতে গেলে পানিতে ডুবে দুই সন্তানের জননী শিরিনা বেগম (৪২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১১ ঘটিকার সময় উপজেলার কায়েমপুর ইউনিয়নের বাতিয়ার পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। শিরিনা বেগম ওই গ্রামের নুর ইসলাম দোকানদারের স্ত্রী।
স্থানীয়রা জানান,শিরিনা বেগম তিনি মৃগী রোগী ছিলেন এবং বাড়ির পাশে খালে কাপড় পরিষ্কার করতে যান।পরে খালে পা পিছলে পরে যায়।একপর্যায়ে তিনি পানিতে ডুবে যান। এ সময় কয়েকজন কিশোর পানিতে ভেসে থাকতে দেখে পরিবার ও স্থানীয়দের জানান,পরে পরিবার ও স্থানীয়রা তাকে তাৎক্ষনিক উদ্ধার করে উপজেলার পোতাজিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করেন।
শিরিনা বেগমের মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।