রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় এলাকায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) সকালে নিজ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। নিহতরা হলেন—মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) এবং ১৮ মাস বয়সী মেয়ে মিথিলা।
পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মিনারুল প্রথমে স্ত্রী ও সন্তানদের গলায় ফাঁস দিয়ে শ্বাসরোধে হত্যা করেন, পরে নিজেও গলায় ফাঁস দেন। পারিবারিক ঋণ ও আর্থিক সংকট এ ঘটনার পেছনে থাকতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয়রা জানান, উত্তরের ঘরে মা ও মেয়ে এবং দক্ষিণের ঘরে বাবা ও ছেলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে।