নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) ছয়টি নতুন রাজনৈতিক দলের চূড়ান্ত নিবন্ধনের অনুমোদন দিতে যাচ্ছে। কমিশনের স্বাক্ষর সম্পন্ন হওয়ার পর এই দলগুলোর বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে।
ইসির দায়িত্বশীল সূত্র জানিয়েছেন, সোমবার (২২ সেপ্টেম্বর) কমিশনের অনুমোদনের জন্য ফাইল পাঠানো হবে। এরপর শাখার প্রস্তাবে সংযোজন-বিয়োজন করা সম্ভব হলেও চূড়ান্ত অনুমোদনের পরই গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
মাঠ পর্যায়ে যাচাই-বাছাই শেষে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ আম জনগণ পার্টি, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ জাতীয় লীগসহ ছয়টি দলকে নিবন্ধনের জন্য ফাইল তোলা হয়েছে। এ সময় ১০টি দলের বিষয়ে পুনতদন্ত করা হবে এবং ৬টি দলের আবেদন বাতিল করা হয়েছে।
নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, নিবন্ধন প্রক্রিয়ায় দলের কেন্দ্রীয় কমিটি, এক তৃতীয় জেলা ও ১০০টি উপজেলা কমিটি এবং প্রতিটি কমিটিতে ২০০ ভোটারের সমর্থনের প্রমাণ থাকতে হয়। এছাড়া পূর্বে সংসদ সদস্য থাকা বা আগের নির্বাচনে পাঁচ শতাংশ ভোট পাওয়া দলও নিবন্ধনের যোগ্যতা পায়।
নিবন্ধন প্রক্রিয়ার শুরুতে প্রাথমিক বাছাই, এরপর সরেজমিন তথ্য যাচাই এবং অভিযোগ-বিবেচনার মাধ্যমে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। নিবন্ধন ছাড়া কোনো দল নিজ প্রতীকে ভোটে প্রার্থী দিতে পারে না।
বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৫১টি। নতুন ছয়টি দলের নিবন্ধন অনুমোদিত হলে এটি বেড়ে দাঁড়াবে ৫৭টি। ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে এই প্রথা চালু করা হয়।







