মুহাম্মদ মহসিন আলী, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসনে বিএনপির সাংগঠনিক সিদ্ধান্ত অমান্য করায় সরাইল উপজেলার ৬ নেতাকর্মীকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে মর্মে মঙ্গলবার (২৭ জানুয়ারি) সরাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ এবং কেন্দ্রীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজের অভিযোগে বহিষ্কৃত বিএনপির নেতাকর্মীরা হলেন- শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুফতি আমান মিয়া, দপ্তর সম্পাদক জুয়েল আহমেদ, প্রচার সম্পাদক জুলহাস খান, যুব বিষয়ক সম্পাদক নূর উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেন এবং সদস্য আ. মালেক মেম্বার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিষ্কারের সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে এবং সংশ্লিষ্টরা দলীয় কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে নেতাকর্মীদের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি আনুগত্য বজায় রেখে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার আহ্বান জানানো হয়েছে।

