বিএনপি জনগণের ভোটে ক্ষমতায় গেলে তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা দেওয়া হবে বলে জানিয়েছেন দলের ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা দেখতে এসে তিনি এ ঘোষণা দেন।
আমিনুল হক জানান, নতুন প্রজন্মের খেলোয়াড় খুঁজে বের করতে বিএনপি ‘নতুন কুড়ি ক্রীড়া’ কার্যক্রম চালুর পরিকল্পনা নিয়েছে। ১০ থেকে ১২ বছর বয়সী সেরাদের বাছাই করে রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা করা হবে।
তিনি বলেন, সাভারের বিকেএসপির বাইরে যে ক্রীড়া প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেগুলো কার্যকরভাবে কাজ করছে না। বিএনপি ক্ষমতায় গেলে এগুলোকে আরও সক্রিয় করে তোলা হবে।
বিএনপির ক্রীড়া পরিকল্পনা
- প্রতিটি সরকারি স্কুলে খেলাধুলা বাধ্যতামূলক করা।
- অলিম্পিকে পদক জয়ের সম্ভাবনাময় পাঁচটি ইভেন্ট বেছে নিয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া।
- সাবেক খেলোয়াড়দের শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে কর্মসংস্থান সৃষ্টি।
- খালি জায়গা সরকারিভাবে সংরক্ষণ করে মাঠ হিসেবে গড়ে তোলা।
- ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখা।
আমিনুল হক বলেন, তরুণ সমাজকে খেলাধুলার সঙ্গে যুক্ত করলে তারা মাদকের প্রবণতা থেকে দূরে থাকবে।
এদিন সেমিফাইনালে ভাটারা থানা ৩–১ গোলে হারায় মোহাম্মদপুর থানাকে। জয়ী দলের হয়ে গোল করেন সোহান, স্বাধীন ও সোহেল। পরাজিত দলের একমাত্র গোল জাহিদের।
খেলা দেখতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মো. মোস্তফা জামান, যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক, জাতীয় দলের সাবেক ফুটবলার রুম্মান বিন ওয়ালী সাব্বির, আলফাজ আহমেদ, আরমান মিয়া, এনামুল হকসহ দলের অন্যান্য নেতা-কর্মী।