এস কে রাসেল দৌলতপুর, (মানিকগঞ্জ) প্রতিনিধি :
মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট ) সকালে উপজেলার চকমিরপুর ইউনিয়নের যমুনা নদীর তীরবর্তী এলাকা রামচন্দ্রপুর,শ্যামপুর ও চরমাস্তুল নদী ভাঙ্গন ও জিও ব্যাগ ফেলা পরিদর্শন করেন তিনি।
সরেজমিনে দেখা যায়, উপজেলার চকমিরপুর ইউনিয়নের এলাকার কয়েকটি গ্রামের বসতভিটা, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে করে ভিটেবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন প্রায় শতাধিক পরিবার।
এসময় নদী ভাঙনের শিকার একাধিক ব্যাক্তি জানান, ৫ থেকে ৭ বার আমাদের বাড়িঘর নদীর করাল গ্রাসে বিলীন হয়ে যায়। স্থায়ী বেরিবাধ নির্মাণ না করলে এক সময় মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে এলাকা।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, চকমিরপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: আমজাদ হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো: নুরুল ইসলাম কুন্টু দৌলতপুর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: শাহ আলম, দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, দৈনিক প্রতিদিনের সংবাদ উপজেলা প্রতিনিধি এস কে রাসেল প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিয়ান নুরেন বলেন, আমি নদী ভাঙ্গন এলাকার মানুষের পাশে আছি ইতিমধ্যে নদী ভাঙ্গন এলাকায় জিও ব্যাগ ফেলা খেলা হচ্ছে, জিও ব্যাক ফেলে সুরক্ষা বাঁধ তৈরি করা হবে যাতে পরবর্তীতে নদী ভাঙ্গন না হয়।