চলতি বছরের আগস্ট মাসে দেশজুড়ে সড়ক দুর্ঘটনায় ৪২৮ জন নিহত এবং ৭৯১ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ৬৮ জন ও শিশু ৩৪ জন। সোমবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত রোড সেফটি ফাউন্ডেশনের মাসিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
সংস্থাটি জানায়, গত আগস্টে মোট ৪৫১টি সড়ক দুর্ঘটনা ঘটে। একই সময়ে নৌপথে ১৯টি দুর্ঘটনায় ২৩ জন এবং রেলপথে ৩৭টি দুর্ঘটনায় ৩১ জন নিহত হন।
যানবাহনভিত্তিক মৃত্যু
-
মোটরসাইকেল দুর্ঘটনায় সবচেয়ে বেশি ১৩২ জন (৩০.৮৪%) নিহত।
-
থ্রি-হুইলার দুর্ঘটনায় ৯৭ জন (২২.৬৬%) নিহত।
-
পথচারী নিহত ৮৩ জন (১৯.৩৯%)।
-
চালক ও সহকারী নিহত হয়েছেন ৫২ জন (১২.১৪%)।
দুর্ঘটনার ধরন
-
নিয়ন্ত্রণ হারিয়ে ২০৭টি
-
মুখোমুখি সংঘর্ষে ৯০টি
-
চাপা পড়ে ৮৫টি
-
পিছন থেকে ধাক্কায় ৬২টি দুর্ঘটনা ঘটে।
ভৌগোলিক চিত্র
সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে—১১৯টি দুর্ঘটনায় ১১৭ জন নিহত। রাজধানী ঢাকায় ৩৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫ জন।
পেশাভিত্তিক নিহত
প্রাণহানিদের মধ্যে রয়েছেন ৫৭ জন শিক্ষার্থী, ৯ জন শিক্ষক, ৩ জন সাংবাদিক, ১৬ জন স্থানীয় ব্যবসায়ী, ৫ জন ব্যাংক-বীমা কর্মকর্তা, ৩ জন এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, এসব পরিসংখ্যান তৈরি করা হয়েছে ৯টি জাতীয় দৈনিক, ৭টি অনলাইন নিউজ পোর্টাল, বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়া ও নিজস্ব তথ্যের ভিত্তিতে।







