গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। একই সময় নতুন করে ১,০৪১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মারা যাওয়া চারজনের মধ্যে একজন পুরুষ এবং তিনজন নারী। ভর্তি হওয়া রোগীর মধ্যে ৬৭১ জন ঢাকা জেলার বাইরে।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা ২৭৩ জন, যার মধ্যে ১৪৪ জন পুরুষ এবং ১২৯ জন নারী। আর মোট আক্রান্ত হয়েছেন ৬৭,৪৬৪ জন, যেখানে ৪১,৭৬৩ জন পুরুষ এবং ২৫,৭০১ জন নারী।







