মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুর সদর উপজেলার ঘটকচর এলাকায় ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় ইজিবাইকের দুই যাত্রী ও সার্বিক পরিবহনের এক সহকারীসহ চার জন নিহত হয়েছেন।
রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা প্রায় ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস মহাসড়কে চলাচলরত একটি ইজিবাইককে চাপা দিলে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
নিহতদের মধ্যে একজন হলেন মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা পান্নু মুন্সী। তিনি সার্বিক পরিবহনের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। অপর দুই নিহত ইজিবাইক যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
এদিকে দুর্ঘটনায় আহত আরও একজনকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসরা জন্য ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফলে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। দুর্ঘটনার পর সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলেও ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।

