কাপাসিয়া( গাজীপুর )প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়া উপজেলার সনমানিয়া এলাকায় যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযানে চারজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আজ বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন, বিকাশ বিশ্বাস, ইসমাইল, জাহিদ ও ইসমাইল ।
যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে এই চক্রটি এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল। বুধবার বিকেলে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সনমানিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে তাদের উপজেলার আড়াল পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে। যৌথ বাহিনীর পক্ষ থেকে আরও জানানো হয়, এলাকায় মাদক ও অপরাধ নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ী বা অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

