ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যৌথিবাহিনী বুধবার(২২ অক্টোবর ) বোয়ালমারী ময়না ও সাতৈর ইউনিয়নের, পৃথক পৃথক অভিযানে মুজুরদীয়া গ্রমের চাদমিয়া শেখের ছেলে নয়ন শেখ(২৪),ইসলামপুর গ্রামেরের আশ্রামা শেখের ছেলে তরিকুল(২৮) দুজনের থেকে ৪৪ পিচ ও চন্দনী গ্রামের আবুতালেব মন্ডলের ছেলে মো. মিলন মন্ডল(২৭),মোরাইল গ্রামের জালাল বিশ্বাসের ছেলে মো. হোসেন বিশ্বাস(৩০)১০৯ পিচ ইয়াবা এদের নিজ, নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির করার সময় তাদের আটক করেন।
এরা সবাই মাদক বিক্রির সাথে জড়িত, অনেক দিন যাবত ইয়াবা বিক্রি করে আসছিল। অভিজানের সময় এদের নিকট থেকে ১৫৩ পিস ইয়াবা পাওয়া যায়।
বর্তমানে বোয়ালমারী উপজেলার প্রতিটি গ্রামে মাদকের ছয়লাব,নেসার নৈরাজ্য বন্ধ করানো উচিৎ বলে মনে করে গ্রামের সাধারন মানুষ।
গ্রেপ্তারকৃত সকলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এ ধরনের অপরাধমূলক কার্যকলাপ সমাজে অশান্তি ও আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। জনগণকে জুয়া ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে সহযোগিতা করার জন্যও আহ্বান জানান।
এদিকে সেনাবাহিনী সূত্রে জানানো হয়েছে, মাদক, অবৈধ অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সেনাবাহিনী ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। এ ধরনের অপরাধ নির্মূলে সেনা ক্যাম্পসমূহকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।