বাংলাদেশ পুলিশের ৩০ জন উপমহাপরিদর্শক (ডিআইজি), ৪ জন অতিরিক্ত ডিআইজি এবং ৫ জন পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বদলির তথ্য প্রকাশ করে।
পুলিশ-১ শাখার উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ বদলির আদেশ জারি করা হয়। উল্লেখ্য, এ বছরই ৩০ জন অতিরিক্ত ডিআইজি সম্প্রতি ডিআইজি পদে পদোন্নতি পেয়েছেন।

