ক্রাইম রিপোর্টার ,গোদাগাড়ী রাজশাহী :
আজ সোমবার ২২.৫০মিনটের সময় ২৫/০৮/২০২৫ইং তারিখে , বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অভিযান পরিচালনা করেন, গোপন সংবাদের ভিত্তিতে সোনাতলা থানাধীন বালুয়াবাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন টীম (ক) অভিজান পরিচালনা করার সময় তিনটি মটর সাইকেলের সিট কভার কেটে ১৮ কেজি গাঁজা উদ্ধার তিনটি মটর সাইকেল সহ চারজন কে আটক করে বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্র অধিদপ্তর।
বগুড়া জেলা মাদকদ্রব্য ,নিয়ন্ত্রণ, অধিদপ্তর জানায় , আটককৃত ব্যক্তিরা হলেন, (১) মোঃ মোমিনুল ইসলাম,(২৬) পিতা: মোঃ সাইফুল ইসলাম ,মাতা মর্জিনা বেগম,সাংচরসোনাইকাজী ডাক:মিয়া পাড়া, ওয়ার্ড (৯) ইউপি শিমুল বাড়ী, থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম,(২) মোঃ আমিনুল হক (হামিদুল) (২২)পিতা আঃ মজিদ,মাতা হামিদা বেগম,সাং ধুলারকুঠি কৃষ্ণনন্দবকসী,ডাক: নাও ডাঙ্গা, ওয়ার্ড (৩) ইউপি নাও ডাঙ্গা বালারহাট, থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম,(৩) মোঃ দুদুল মিয়া (২৮) পিতা মোঃ ইসরাইল, মাতা মোছাঃ দুলেনা বেগম, সাং পশ্চিম,ফুলমতি,ডাক:নাও ডাঙ্গা, ওয়ার্ড (৪) ইউপি নাও ডাঙ্গা বালারহাট, থানা ফুলবাড়ী, জেলা কুড়িগ্রাম।(৪) মোঃ মেরুন সরকার (৩৩) পিতা মোঃ আব্দুল জব্বার সরকার,মাতা মোছাঃ মঞ্জুয়ারা বেগম, সাং পুরাতন ব্রীজ রোড,ডাক: গাইবান্ধা সদর, ওয়ার্ড (৯) গাইবান্ধা পৌরসভা, থানা গাইবান্ধা সদর, জেলা গাইবান্ধা, আটককৃত ব্যক্তিদের নামে বাদি হয়ে বগুড়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তাহিদুল ইসলাম সোনাতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন।