বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জুলাই সনদে থাকা প্রতিশ্রুতিগুলো দ্রুত বাস্তবায়নের দাবি রয়েছে এবং তা মোটদাগে সবাই মেনে নিয়েছে। তিনি এসব কথা বুধবার (২২ অক্টোবর) নয়া পল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বলেন।
রিজভী অভিযোগ করেন, দেশে প্রশাসনে ব্যাপকভাবে দলীয়করণ হয়েছে, যার ফলে উচ্চপর্যায়ের অনেকে বিদেশে চলে গেছেন। তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়তো ভেবেছিলেন তাদের শাসন দীর্ঘস্থায়ী হবে, তবে ৫ আগস্টের ঘটনার পর অনেকের মানসিকতায় পরিবর্তন শুরু হয়েছে। তবে তিনি স্বীকার করেন যে আইনশৃঙ্খলার পরিস্থিতি এখনও সন্তোষজনক নয়।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণার উদাহরণ দিয়ে রিজভী জানান, বিএনপি ক্ষমতায় এলে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় নানা উদ্যোগ নেওয়া হবে। তিনি আরও বলেন, বিএনপির স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে এবং সরকারি কর্মকর্তাদের স্থানে দলীয় লোক থাকলে সুষ্ঠু־নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না — এজন্য তাদের সরিয়ে দিতে হবে।