পুরুষের চেয়ে নারীর যৌনসঙ্গী বেশি ভারতের ১১ অঞ্চলে
ভারতের ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে– পরিচালিত এক জরিপ থেকে জানা গেছে-রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, জম্মু–কাশ্মীর, লাদাখ, মধ্যপ্রদেশ, আসাম, কেরালা, লাক্ষাদ্বীপ, পদুচেরি এবং তামিলনাড়ু অঞ্চলে পুরুষের চেয়ে নারীর যৌনসঙ্গী বেশি। এসব এলাকা এবং রাজ্যের মধ্যে রাজস্থানের নারীরাই সবচেয়ে বেশি হারে যৌনসঙ্গী রাখেন। রাজ্যটির একজন নারী গড়ে প্রায় ৪ জন পুরুষ যৌনসঙ্গী রাখেন। তবে বিয়ে ছাড়া একাধিক নারীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছেন এমন পুরুষের সংখ্যার চেয়ে নারীদের বেলায় এই সংখ্যা প্রায় অর্ধেক। অর্থাৎ পুরুষেরা বিয়ে ছাড়া মেলামেশায় এগিয়ে, আর নারীরা বিয়ের মাধ্যমে যৌনতায় পুরুষের চেয়ে এগিয়ে।
‘ম্যানস হেলথ’ জনপ্রিয় স্বাস্থ্য ম্যাগাজিনের সমীক্ষায় উঠে এসেছে, গোটা বিশ্বে যখন পুরুষরা দিনে অন্তত দুবার সেক্স করেন, সেখানে সপ্তাহে একেবারেরও কম সেক্স করেন ভারতীয়রা। তালিকায় সবার শীর্ষে থাকা ক্রোয়েশিয়ার পুরষরা সপ্তাহে অন্তত ১৪ বার সেক্স করে থাকেন বলেও সমীক্ষায় উঠে এসেছে। আউটডোর সেক্সেও লেটারমার্কস পেয়েছেন ক্রোয়েসিয়ান পুরুষরা।
পুরুষ ও মহিলাদের মোট হিসাবে ধরলে যৌন তালিকায় সবার আগে ব্রিটিশরা। ব্রিটিশ মহিলারা সেক্সের বিষয়ে সবচেয়ে আগে আছেন। সমীক্ষায় দেখা যাচ্ছে অন্তত ৬০ ভাগ ব্রিটিশ মহিলারা বলেছেন,তাঁরা ৯ জন পুরুষের সঙ্গে যৌনতায় অংশ নিয়েছেন। বিশ্বের মধ্যে একমাত্র নেদারল্যান্ডসের মহিলারা বলছেন, সেক্স করার পর তাঁরা দারুণ রকম তৃপ্তি পেয়েছেন।