মৌলভীবাজারে ১ কোটি ৩৮ লক্ষ টাকার মাদকদ্রব্য পুড়িয়েছে বিজিবি
মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জব্দকৃত ১ কোটি ৩৮ লক্ষ ৫৭ হাজার ৮৭০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে বিজিবির শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তরে এই মাদকদ্রব্য আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বিজিবি জানিয়েছে,শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) ২০২২ সালের ২১ আগস্ট থেকে ২০২৪ সালের ৯ ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন অভিযানে ভারতীয় নাসিরুদ্দিন বিড়িসহ বিপুল পরিমাণ সিগারেট ও মাদকদ্রব্য উদ্ধার করে। এসবের বাজারমূল্য ১ কোটি ৩৮ লক্ষ ৫৭ হাজার ৮৭০ টাকা।
ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন; শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া, সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার কার্যালয়ের উপকমিশনার প্রভাত কুমার সিংহ, মৌলভীবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. সোহাগ মিলু, বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ জামাল হোছাইন, শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. রিয়াজুল ইসলাম।
বিজিবি আরও জানিয়েছে,’ মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে,যা দেশের মাদক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে’।