শিরোনাম
তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম :আমিনুল হক   » «    থানায় লুট হওয়া অস্ত্রহ উদ্ধার   » «    জয়পুরহাটের কালায়ে ৫ম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা   » «    মৌলভীবাজারে ১ কোটি ৩৮ লক্ষ টাকার মাদকদ্রব্য পুড়িয়েছে বিজিবি   » «    জয়পুরহাটে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ৯ দফা, অন্যথায় কঠোর অন্দোলনের আল্টিমেটাম   » «   

ঘিওরে সাবেক ছাত্রদল নেতা লাভলু হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় চাঞ্চল্যকর ছাত্রদল নেতা লাভলু হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২২ জানুয়ারি) যশোর জেলার কোতোয়ালী উপজেলার পোলতাডাংগা এলাকা থেকে গোপন সম্পদের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ঘিওর উপজেলার ঘিওর গ্রামের আবু বকর সিদ্দিক আবুল ছেলে শেখ রাসেল (২০) এবং একই এলাকার শফিকুল ইসলামের ছেলে সিফাত (২১)।
মামলা সূত্রে জানাজায়, গেল ডিসেম্বর মাসের ৯ তারিখ দুপুরে রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে দুর্বৃত্তের হামলায় নিহত হয় ছাত্রদল নেতা লাভলু মিয়া। এ ঘটনার পরদিন লাভলুর ভাই টিপু সুলতান ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল আলীম খান মনোয়ারকে প্রধান আসামি থানায় হত্যা মামলা করেন। মামলায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও ২০ জনকে আসামি করা হয়।
এ বিষয় ঘিওর থানার ভারত্ব কর্মকর্তা (ওসি) রফিকুল আলম বলেন, লাভলু হত্যা মামলায় এখন পর্যন্ত ৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ও গ্রেফতারের চেষ্টা চলছে। প্রধান আসামি উপজেলা বিএনপি’র সহ- সভাপতি আব্দুল আলীম খান মনোয়ার অন্তর্বর্তীকালীন জামিনে আছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সাম্প্রতিক সংবাদ