ড্রেজার দিয়ে কৃষি জমির অবৈধ বালু উত্তোলন, ১ লক্ষ টাকা জরিমানা
চাটখিল প্রতিনিধি:
ফসলি জমির ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলনের অভিযোগে এক ভালো ব্যবসায়ীকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। ২৩ জানুয়ারি (বৃহস্পতিবার) নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রামনারায়নপুরের বৈকুন্ঠপুর গ্রামের মাসুদ আলী (৪০) পিতা: মৃত নুর নবী, নামীয় ব্যক্তিকে কৃষি জমি হতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানকালে ঘটনাস্থল থেকে ০২ টি ড্রেজার মেশিন অপসারণ করা হয়েছে। এ সময় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা, চাটখিল থানা পুলিশ, আনসার সদস্য, স্থানীয় মেম্বার, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।