মানিকগঞ্জের শিবালয়ে ফ্রি চিকিৎসায় হাসপাতাল নির্মানে প্রস্ততি সভার আয়োজন
স্টাফ রিপোর্টার:
শিবালয়ের দক্ষিণ শাকরাইল গ্রামে নিম্ন আয়ের মানুষকে বিনামূল্যে (ফ্রি) চিকিৎসা সেবা দেওয়ার লক্ষে হাসপাতাল নির্মান করার প্রস্ততিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার দক্ষিন শাকরাইল মৃত সামছুদ্দিনের বাড়ীতে হাসপাতাল নির্মানে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় শিমুলিয়া ইউনিয়নের দক্ষিণ শাকাইল মৃত সামছুউদ্দিনের বাড়ীতে স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল হালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আমেরিকা প্রবাসী ডা.শফিকুল ইসলাম, প্রবাসী আবু সাঈদ উদ্দিন মুকুল, প্রবাসী খন্দকার কামরুজাম্মান কাইয়ুম, আবু নাঈম সাবুদ্দিন দুদুল, সারোয়ার হোসেন খান, কাজী আকরাম হোসেন স্বপন, মেজবাহ উদ্দিন, সিহাব চৌধুরী, রাকিব হোসেন প্রমুখ। প্রস্তুতি সভায় হাসপাতাল নির্মান উদ্যক্তা আমেরিকা প্রবাসী ডা.শফিকুল ইসলাম বলেন, আমাদের প্রায় একশ’ ৩০ শতাংশ জমির উপর এলাকার নি¤œ আয়ের মানুষকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য হাসপাতাল করার প্রস্ততি নিয়েছি। অল্প কয়েক দিনের মধ্যে হাসপাতালের কাজ শুরু করা হবে। আমাদের ইচ্ছে দাদার পৈত্রিক ভিটে বাড়ীতে হাসপাতাল নির্মান করবো যেন এ লাকার নিম্ন আয়ের মানুষ সঠিক চিকিৎসা সেবা পায়।
তিনি আরো বলেন, এই হাসপাতালে ডাক্তার দেখানো থেকে শুরু করে সকল প্রকার পরীক্ষা ও ঔষধপত্রাদি বিনামূল্যে প্রদান করা হবে। এছাড়া তিনি জানান, ২০০৫ সাল থেকে দলিলউদ্দিন-সামছুদ্দিদন-সাইফউদ্দিন ফাউন্ডেশনের মাধ্যমে সাধারন মানুষের কল্যাণকর কাজে বিশেষ ভূমিকা রেখেছেন তাদের পরিবার।