রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থায়ী ক্যাম্পাসের দাবিতে শাহজাদপুর সচেতন নাগরিক ফোরামের মানববন্ধন
শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি:
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের দাবিতে বগুড়া -নগর বাড়ি মহাসড়কের শাহজাদপুরের বিসিক বাস স্ট্যান্ডে সচেতন নাগরিক ফোরামের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ ২৩শে জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১১ টায় অনুষ্ঠিত হয়েছে।
বক্তব্য রাখেন , সচেতন নাগরিক ফোরামের আহবায়ক মির্জা হুমায়ুন, নাসিম উদ্দিন মালিথা স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আকারিয়া ইসলাম ঠান্ডু, প্রেসক্লাবের সাবেক সভাপতি বিমল কুমার কুন্ডু, সচেতন ফোরামের উপদেষ্টা মাওলানা আবু জাফর, আব্দুল মমিন, শাহজাদপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক আলমাস আনসারি, ব্যবসায়ী নেতা আক্তার হোসেন ও মইনুল হোসেন, বৈষম্য বিরোধী ছাত্রনেতা মোঃ হাবিবুর রহমান ও মইনুল হোসেন,তাত ও বস্ত্র ব্যবসায়ী নেতা হাফিজুর রহমান বিদ্যুৎ, রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।