শিরোনাম
কুষ্টিয়ায় বিএনপির দুই নেতার ফোনালাপ ফাঁস   » «    সুনামগঞ্জ-জগন্নাথপুর সড়কে ঢাকাগামী দুই বাসে ডাকাতি   » «    কম সুদর্শন পুরুষরাই স্ত্রীকে বেশি সুখী রাখে, বলছে গবেষণা   » «    সাদুল্লাপুরে বাস থেকে ৪ কেজি গাঁজা জব্দ, গ্রেফতার দুই নারী   » «    সরকার মানবিক গণতান্ত্রিক না হলে পোষাক পরিবর্তনে পুলিশ বাহিনীর চরিত্র পরিবর্তন হয় না   » «   

নওগাঁয় হাতুরি পি’টুনিতে আহত কৃষি শ্রমীকের মৃ’ত্যু

জেলা প্রতিনিধি নওগাঁ:

নওগাঁর আত্রাই উপজেলার মালিপুকুর গ্রামে ধান রোপনকে কেন্দ্র করে মারপিটে আহত কৃষি শ্রমীক আবু বক্কর সিদ্দিক (৩৮) মারা গেছেন। আজ সন্ধায় চিকিৎসাধীন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। এর আগে গত সোমবার সন্ধায় সিদ্দিককে হাতুরি দিয়ে পিটিয়ে গুরত্বর জখম করা হয়। এঘটনায় আজ বুধবার  রাতেই তিনজনকে আসামী করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আবু বক্কর সিদ্দিক উপজেলার পাঁচুপুর ইউনিয়নের মালিপুকুর গ্রামের মোবারক আলীর ছেলে। আবু বক্কর সিদ্দিকের স্ত্রী বিউটি বিবি বলেন,তার স্বামী কৃষি শ্রমীক হিসেবে মাঠে ধান রোপনের কাজ করতেন।

একই গ্রামের সিরাজুল ইসলাম নামে এক কৃষি শ্রমীক আরেক দলে কাজ করতেন। মাঠে ধান রোপনের কাজ করার সময় স্বামী আবু বক্কর সিদ্দিক ভাল করে ধান রোপন করছেননা এমনটি নিয়ে সিরাজুল ইসলাম-আবু বক্কর সিদ্দিকের সাথে দ্বন্দ্বে জড়িয়ে পরে। সোমবার সন্ধায় আবু বক্কর সিদ্দিক গ্রামের চা-স্টলে চা পান করার সময় সিরাজুল এবং তার শ্যালক ফরিদ উদ্দীন এঘটনার জ্বের ধরে সিদ্দিকের সাথে আবারো কথা কাটা-কাটির এক পর্যায়ে আবু বক্কর সিদ্দিককে মারপিট ও হাতুরি দিয়ে পিটিয়ে গুরুত্বর জখম করে। স্থানীয় লোকজন সিদ্দিককে উদ্ধার করে আত্রাই হাসপাতালে ভর্তি করায়।

সেখানে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চিকিৎসাধীন অবস্থায় আজ সন্ধায় মারা যান সিদ্দিক। এঘটনার সুষ্ঠু তদন্তসহ সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন স্ত্রী বিউটি বিবি। আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন বলেন,আবু বক্কর সিদ্দিককে হাতুরি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে তিনজনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। আবু বক্কর সিদ্দিকের মা জমিলা বিবি বাদী হয়ে  রাতেই এই মামলা দায়ের করেছেন। আসামীরা পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * নওগাঁয় হাতুরি পি’টুনিতে আহত কৃষি শ্রমীকের মৃ’ত্যু
সাম্প্রতিক সংবাদ