শিরোনাম
বুটেক্সের নতুন প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান   » «    চালের দাম বাড়ার সুযোগ আর থাকবে না : চট্টগ্রামে খাদ্য উপদেষ্টা   » «    লালমনিরহাটে পথচারীর অন্ডকোষ কামড়ে নিয়ে গেছে শিয়াল   » «    জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাঁধায় বন্ধ   » «    বিমানবন্দরে দুর্ঘটনা প্রতিরোধে অগ্নিমহড়া   » «   

জয়পুরহাট সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা বিএসএফের, বিজিবির বাঁধায় বন্ধ

 জেলা প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবির পূর্ব উঁচনা ঘোনাপাড়া সীমান্তে  কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শেষ পর্যন্ত  বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) বাধা দেওয়ায় কাঁটাতারে  বেড়া নির্মাণকাজ বন্ধ রেখেছে বিএসএফ।
আজ  মঙ্গলবার ভোর থেকে  ভারত সীমান্তের মাত্র ২০ গজ অভ্যন্তে এই কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করা হয়। সীমান্ত আইন অনুযায়ী সীমান্তের ১৫০ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা যায়।  আন্তর্জাতিক  সীমান্ত আইন লঙ্ঘন করে  কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছিল বিএসএফ। বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। তবে এখন পরিস্থিতি শান্ত রয়েছে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর  ধরঞ্জি ইউনিয়নের ঘোনাপাড়া সীমান্তের ২৮১ মেইন পিলারের ৩৩-৩৪ ও ৩৫ সাব পিলার পর্যন্ত  আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফের সদস্যরা।
স্থানীয় কাঁটাতারের বিষয়টি  জানতে পারেন। তাঁরা বিজিবির হাটখোলা বিওপি ক্যাম্পের সদস্যদের জানান। এরপর বিজিবি সদস্যরা সকাল সাড়ে নয়টার দিকে ঘটনাস্থলে  বিএসএফ সদস্যদের  কাঁটাতারের বেড়া নির্মাণকাজে বাঁধা দেন।
বিএসএফ সদস্যরা কাঁটাতারের বেড়া নির্মাণকাজ স্থগিত করে চলে যান।  এরপর থেকে পরিস্থিতি শান্ত রয়েছে। স্থানীয় বাসিন্দা সোহরাব হোসেন বলেন, ঘন কুয়াশার ভেতরে মঙ্গলবার ভোর থেকে আর্ন্তজাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণকাজ করছিল। আমরা ঘটনাটি জানার পর বিজিবি ক্যাম্পে জানানো হয়। এরপর বিজিবি সদস্যরা ঘটনাস্থলে কাজ বন্ধ করে দেন।
বিজিবির হাটখোলা বিওপির কোম্পানী কমান্ডার শাহ জাহান বলেন, বিএসএফ  সদস্যরা সীমান্তের শূন্য রেখা থেকে ২০ গজের মধ্যে কাঁটাতারের বেড়া নির্মাণকাজ করছিল। আমরা কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে বলেছিল। বিএসএফ সদস্যরা আর কাজ করেনি। আমরা  আজকে বিকেল তিনটায় পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি। ২০-বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়নের  অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ বলেন,   বিএসএফ কাজ বন্ধ রেখেছে। এ বিষয়টি নিয়ে  বিজিবি-বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ডাকা হয়েছে। পতাকা বৈঠকে সমস্যা সমাধান হবে বলে আশা করছি।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সাম্প্রতিক সংবাদ