শিরোনাম
বিমানবন্দরে দুর্ঘটনা প্রতিরোধে অগ্নিমহড়া   » «    স্কুল ছাত্রী হাফিজার ধর্ষক ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন   » «    পোশাক পরিবর্তন মনস্তাত্ত্বিক না ব্যবসায়িক ….. এনডিপি   » «    সোভিয়েত বিপ্লবের মহানায়ক লেনিন আজও কতোটা প্রাসঙ্গিক!   » «    শেরপুরে বিজিবির ওপর হামলার ঘটনায় আহাদুল্লাহ গ্রেফতার   » «   

অর্জনের সব ক্রেডিট শিক্ষার্থীদের উৎসর্গ করলেন জবি উপাচার্য

 জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে দেওয়ায় শিক্ষার্থীরা মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল করেন। মিছিল শেষে শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার সময় উপাচার্য ড. রেজাউল করিম বলেন, “আজকে একটি আনন্দের দিন এবং আনন্দের সবটুকুর অবদান শিক্ষার্থীদের প্রতি উৎসর্গ করলাম।”

এছাড়াও তিনি আরো বলেন,”বর্তমান সময়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের যে বন্ধন তা অকল্পনীয়। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখার পাশাপাশি একাডেমিক উন্নয়নে অধিকতর মনোযোগ দিতে হবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সেন্টার ফর এক্সিলেন্স হিসেবে গড়ে তুলতে আমাদের সকলেরই ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হব।”

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমিন বলেন,” শিক্ষার্থীদের তিন দিনের কঠোর আন্দোলনের কারণে খুব অল্প সময়ের মধ্যে আমরা সেনাবাহিনীকে আমাদের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর করতে পেরে আনন্দিত। এর সমস্ত ক্রেডিট আমি শিক্ষার্থীদের দিতে চাই।”

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রইস উদ্দীন বলেন, “দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর হওয়ায় আমরা আনন্দিত। আমাদের অধিকার আদায়ে ছাত্র-শিক্ষকের মাঝে যে সুসম্পর্ক তৈরি হয়েছে তা আমরা ধরে রাখতে চাই।”

এসময় শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির, ছাত্রদল, ছাত্র অধিকার পরিষদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * অধ্যাপক ড. রইস উদ্দীন * অধ্যাপক ড. সাবিনা শরমিন * উপাচার্য ড. রেজাউল করিম * জবি উপাচার্য
সাম্প্রতিক সংবাদ