শিরোনাম
বিমানবন্দরে দুর্ঘটনা প্রতিরোধে অগ্নিমহড়া   » «    স্কুল ছাত্রী হাফিজার ধর্ষক ও হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন   » «    পোশাক পরিবর্তন মনস্তাত্ত্বিক না ব্যবসায়িক ….. এনডিপি   » «    সোভিয়েত বিপ্লবের মহানায়ক লেনিন আজও কতোটা প্রাসঙ্গিক!   » «    শেরপুরে বিজিবির ওপর হামলার ঘটনায় আহাদুল্লাহ গ্রেফতার   » «   

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হলেন মেজর জেনারেল অনুপ কুমার

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি:
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে চেয়ারম্যান পদে মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমাকে (এনডিসি) নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। তাকে আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সোমবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব আবুল হায়াত মো. রফিকের সই করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪ এর ৬ (২) ধারা অনুযায়ী মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) অনুপ কুমার চাকমাকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে সরকারের সচিব পদমর্যাদায় ও আর্থিক সুবিধাদিসহ চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।’নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে এবং জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও জানানো হয়েছে প্রজ্ঞাপনে।
মূলতঃ,গত বছরের ৫ আগস্ট দেশে রাজনৈতিক পট-পরিবর্তনের পর ১১ আগস্ট উপদেষ্টা হিসেবে শপথ নেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের তৎকালীন চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা। পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর শূণ্য হয় উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদটি। বিগত চার মাসের বেশি সময় ধরে চেয়ারম্যান পদটি শূণ্য থাকার পর অবশেষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে সাবেক সেনা কর্মকর্তাকে নিয়োগ দিলো সরকার।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড
সাম্প্রতিক সংবাদ