শিরোনাম
মুক্তাগাছায় ছাত্র-জনতার মশাল মিছিল   » «    নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, পুলিশ সহ আহত অর্ধশত   » «    খাজা বাবার ওরশে খালেদা জিয়া ও তারেক রহমানের রোগমুক্তি কামনা করেন এসএ জিন্নাহ কবির   » «    ভারতীয় থান কাপড় কসমেটিকসসহ ৪৩ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ   » «    আলীকদমে মটর বাইক-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত   » «   

তারুণ্যের উৎসবের সাথে পিঠা উৎসবের আয়োজনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীরা

সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি:
রাজধানীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে তারুণ্যের  উৎসব ২০২৫।
শনিবার(১৮জানুয়ারি) বাংলাদেশ প্রমিয়ার লীগ( বিপিএল) এর সহযোগিতায় তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলা সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠাপুলির স্বাদ এবং ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে ফুটে উঠে। কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বাংলা সংস্কৃতির এই ঐতিহ্যবাহী আয়োজন এক মিলনমেলায় পরিণত হয়।
পিঠা উৎসবের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. কাকলি মুখোপাধ্যায়। কলেজের শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকরাও এই উৎসবে অংশ নেন। উদ্বোধনী বক্তব্যে কলেজের অধ্যক্ষ বলেন, “পিঠা উৎসব আমাদের শেকড়ের সঙ্গে সম্পর্কিত। আমাদের লক্ষ্য তরুণ প্রজন্মকে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত করা। তারুণ্যের পিঠা উৎসব এই প্রচেষ্টারই একটি উদাহরণ। এরকম আয়োজন শিক্ষার্থীদের মধ্যে ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ তৈরি করবে।”
এই উৎসবে ২৫টি স্টলে দেশের ঐতিহ্যবাহী ৪০ প্রকারের বেশি পিঠার প্রদর্শনী ও বিক্রির আয়োজন করা হয়। নকশি পিঠা, ভাপা পিঠা, চিতই পিঠা, পুলি পিঠাসহ নানা স্বাদের পিঠার ঘ্রাণে মুখরিত ছিল পুরো প্রাঙ্গণ। উক্ত ২৫টি স্টলে পিঠা প্রদর্শনী ও বিক্রির প্রতিযোগীতায় অংশগ্রহণ করে কলজের ১৭ টি বিভাগসহ, উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের একটি স্টল, সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি(সোকসাস), বিএনসিসি, সেচ্ছায় রক্তদাতা সংগঠন বাঁধন, রেডক্রিসেন্ট, গার্লস গাইড, লিও ক্লাব এবং রোভার স্কাউটস। এসব স্টলে বিভিন্ন ধরনের পিঠা প্রদর্শিত হয়, যার মধ্যে ভাপা, চিতই, দুধপিঠা, পাটিসাপটা এবং নারকেল পুলির মতো ঐতিহ্যবাহী পিঠাগুলো উল্লেখযোগ্য। শিক্ষার্থীরা নিজেরাই এসব স্টল সাজিয়ে পরিবেশন করেন পিঠার স্বাদ। শুধু পিঠার প্রদর্শনী নয়, উৎসবকে আরও রঙিন করে তোলে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নাচ, গান, আবৃত্তি ও নাটক পরিবেশন করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে অনার্স পড়ুয়া প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী ফিরোজ হাসান জানান, “এই উৎসব আমাদের বন্ধুত্বের বন্ধনকে আরও মজবুত করেছে। পাশাপাশি, আমাদের ঐতিহ্য সম্পর্কে জানতে এবং তা উদযাপন করতে পেরে আমরা গর্বিত। সেই সাথে এ ধরনের উৎসব তারুণ্যের মধ্যে ঐক্য ও সংস্কৃতির প্রতি ভালোবাসা তৈরি করে। এটি আমাদের ঐতিহ্যের সঙ্গে সংযুক্ত থাকার একটি সুন্দর উপায়।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়,  “তরুণদের মধ্যে হারিয়ে যাওয়া পিঠা সংস্কৃতির পুনর্জাগরণ করতেই এই উৎসব। ভবিষ্যতেও এমন আয়োজনের ধারা অব্যাহত থাকবে।”
উপস্থিত অভিভাবক এবং স্থানীয় বাসিন্দারাও উৎসবের ভূয়সী প্রশংসা করেন। এ ধরনের উদ্যোগ আগামী প্রজন্মের কাছে ঐতিহ্যকে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন তারা।
উক্ত অনুষ্ঠানে পিঠা প্রদর্শনী ও বিক্রির প্রতিযোগীতায় অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হয়েছে কলেজের বাংলা বিভাগ, দ্বিতীয় হয়েছে সমাজকর্ম বিভাগ এবং যৌথভাবে তৃতীয় হয়েছে প্রাণিবিদ্যা ও গণিত বিভাগ। উৎসব শেষে বিভাগগুলোর হাতে পুরস্কার তুলেন কলেজের অধ্যক্ষ ও অন্যান্য শিক্ষকবৃন্দরা। এসময় কলেজ প্রাঙ্গণ জুড়ে ছিল শিক্ষার্থী, শিক্ষক এবং দর্শনার্থীদের মুখে হাসির ঝিলিক। তারুণ্যের এই পিঠা উৎসব বাংলা সংস্কৃতির এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে বলে তারা আশা করেন।
উল্লেখ্য, পিঠা উৎসবে তারুণ্যের উদ্দীপনায় মুখরিত ছিল সোহরাওয়ার্দী কলেজ ক্যাম্পাস। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং উদ্যোগ এই আয়োজনকে আরও বর্ণাঢ্য করে তোলে। তারুণ্যের প্রাণশক্তি ও সৃজনশীলতার মেলবন্ধন এ উৎসবকে বাংলা সংস্কৃতির সঙ্গে আরও নিবিড়ভাবে যুক্ত করেছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * তারুণ্যের উৎসবের সাথে পিঠা উৎসবের আয়োজনে সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীরা
সাম্প্রতিক সংবাদ