শিরোনাম
মুক্তাগাছায় ছাত্র-জনতার মশাল মিছিল   » «    নগরকান্দায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, পুলিশ সহ আহত অর্ধশত   » «    খাজা বাবার ওরশে খালেদা জিয়া ও তারেক রহমানের রোগমুক্তি কামনা করেন এসএ জিন্নাহ কবির   » «    ভারতীয় থান কাপড় কসমেটিকসসহ ৪৩ লাখ টাকার চোরাচালানের পণ্য জব্দ   » «    আলীকদমে মটর বাইক-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত   » «   

উজিরপুরে গলায় ফাঁস দিয়ে বিএম কলেজের ছাত্রীর আত্মহত্যা

উজিরপুর বরিশাল প্রতিবেদক:
বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের পশ্চিম ওটরা গ্রামের বিএম কলেজের ইংরেজি প্রথম বর্ষের শিক্ষার্থীর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ঘটনা ঘটেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ১৮ জানুয়ারি শনিবার সকাল দশটায় সরকারি ব্রজ মোহন বিশ্ববিদ্যালয় ও কলেজের ছাত্রী মারিয়া ইসলাম বসত ঘরের সিলিং ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করেন। সে ঐ গ্রামের   মোঃ ফারুক হোসেনের কন্যা।  তার পিতা ফারুক হোসেন জানান,সকাল অনুমান ১০.০০ ঘটিকায় তার মেয়ে মারিয়া ইসলামকে বাসত ঘরের দরজা লাগিয়ে ফোনে কথা বলতে দেখে। পরবর্তীতে তিনি  বাসার নিকটে দোকানে গিয়ে পুনরায় সকাল ১০.৩০ ঘটিকায় ঘরে এসে দেখে তার মেয়ে রুমের দরজা বন্ধ করে রাখছে। মেয়েকে অনেকবার ডাকাডাকির পরও তার কোনো সাড়াশব্দ না পেয়ে ভিকটিমের ঘরের টিনের চালার কেটে রুমে ভিতর প্রবেশ করে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখে ডাক চিৎকারে করেন। পরবর্তীতে আশপাশের লোকজন এসে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উজিরপুর মডেল  থানার অফিসার ইনচার্জ আব্দুস সালাম জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * উজিরপুরে গলায় ফাঁস দিয়ে বিএম কলেজের ছাত্রীর আত্মহত্যা
সাম্প্রতিক সংবাদ