উৎসব মুখর পরিবেশে ঢাবিতে অনুষ্ঠিত হল “ডুসাস” নির্বাচন
অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরা জেলার ঢাবি শিক্ষার্থীদের সংগঠন ‘ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব সাতক্ষীরা-ডুসাস’ এর ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচন ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ক্যাফেটেরিয়ায় বিকাল পৌনে ৪টা থেকে সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে রাত ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী মো. মাসুম বিল্লাহ জসিম।
এই নির্বাচনে “ডুসাস” সদস্যদের সরাসরি ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের শিক্ষার্থী মো. আলী আশরাফ সিদ্দিকী, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের মো. আহসান হাবীব ইমরোজ এবং ভুগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী আহসান হাবিব সেতু সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচন ঘিরে বিপুল উৎসাহ উদ্দীপনা কাজ করেছে সংগঠনটির শিক্ষার্থীদের মাঝে। জাতীয় নির্বাচনের মতই ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন পদপ্রার্থীরা, প্রকাশ করেছেন নিজেদের নির্বাচনী ইশতেহারও। যার ফলে যোগ্য প্রার্থী বেছে নিতে কোন অসুবিধাই হয়নি ভোটারদের। ভোটকেন্দ্রে ভোটারদের লম্বা লাইন লক্ষ্য করা দিয়েছে, পুরো ব্যাপারটির মধ্যেই ছিল উৎসবের আমেজ।
সংগঠনটির সদস্য ২১-২২ সেশনের হেলাল মোড়ল বলেন, “নিজেদের ভোটের মাধ্যমে নেতৃত্ব বেছে নেয়ার পদ্ধতিটি আসলেই অসাধারণ। আশা রাখি এখন থেকে গণতান্ত্রিক উপায়েই আমরা নতুন নেতৃত্ব পাব।”
ফলাফল ঘোষণার পরে নির্বাচিত প্রার্থীদের কে ফুলেল সংবর্ধনা দিয়ে বরণ করে নেন আমন্ত্রিত অতিথিরা। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে শেষ হয় সার্বিক কার্যক্রম।
উল্লেখ্য, “ডুসাস” বহু আগে থেকে কার্যক্রম পরিচালনা করে আসলেও এবারই প্রথম নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বেছে নেওয়ার সুযোগ পেল সংগঠনটির সদস্যরা।