খুলনায় আবাসিক হোটেলে ধারালো অস্ত্র দিয়ে স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী
পাইকগাছা, খুলনা প্রতিনিধি:
উক্ত বিষয়ে হোটেল ম্যানেজার কাইয়ুম সিদ্দিকী বলেন গতকাল বৃহস্পতিবার রাতে শহিদুল ইসলাম এবং স্ত্রী আশা খাতুন স্বামী-স্ত্রীর পরিচয়ে আমাদের হোটেলে চতুর্থ তলায় দুই নম্বর কক্ষ এক রাতের জন্য ভাড়া নেন। রাত আনুমানিক আড়াইটার দিকে রুম থেকে বেরিয়ে হোটেলের অফিস কক্ষে ডাকাডাকি করে। একপর্যায়ে ঘুম থেকে উঠে বাইরে এসে দেখি চতুর্থ তলায় ওই স্বামী-স্ত্রী। স্বামী শহিদুলের প্যান্ট রক্তে ভেজা দেখে জিজ্ঞেসা করতে তিনি বলেন আমার পাইলসের সমস্যা গেট খুলে দেন আমরা ডাক্তারের কাছে যাবো। পরবর্তীতে গেট খুলে দিলে তারা চলে যায়। আমি সকালে কক্ষটি পরিস্কার করতে যেয়ে দেখি বেডের উপরে রক্তে ভেসে গেছে।কিছুক্ষণ পরে থানা থেকে পুলিশ আসেন।থানা পুলিশের কাছে জানতে পারি স্ত্রী শহিদুলের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ইউনিট ওয়ার্ডে ভর্তি হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছে।
খুলনা থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের বলেন ঘটনাটি সত্য। তিনি এখন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছেন।এই বিষয়ে কোনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।