তারেক জিয়ার ৩১দফা বাস্তবায়নে নাজিরপুরে লিফলেট বিতরণ
স্টাফ রিপোর্টার:
রাষ্ট্রকাঠামো মেরামতে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষে পিরোজপুরের নাজিরপুর উপজেলা জিয়া মঞ্চ এর উদ্যাগে লিফলেট বিতরণ করা হয়েছে। আজ শনিবার ১৮ জানুয়ারি দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে প্রোগ্রাম শেষ করে উপজেলার সদর বাজার থেকে শুরু করে বাসষ্ট্যান্ড, স্বাস্থ্য কমপ্লেস এলাকায় এ লিফলেট বিতরন করেন।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচীব আবু হাসান খান।যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহবায়ক ইয়াহিয়া খান,যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম সাফিক,যুগ্ম আহবায়ক তাওহিদুল ইসলাম, পিরোজপুর জেলা জিয়া মঞ্চ এর আহবায়ক আরিফুর রহমান রুবেল, সদস্য সচিব আব্দুর রহিম, সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রহমান, যুগ্ম আহবায়ক জহিরুল ইসলাম সোহেল, জেলা ছাত্রদলের সহ সভাপতি মিজান শরীফ উপজেলা ছাত্রদলের আহবায়ক এইচ এম শামীম হাসান, সদস্য সচিব তারেক আব্দুল্লাহ বাপ্পি, সাবেক যুগ্ম আহবায়ক মেহেদী হাসান রুবেল প্রমুখ।