শিরোনাম
কালীগঞ্জে পৌষ সংক্রান্তির ঐতিহ্যবাহী মাছের মেলা অনুষ্ঠিত   » «    ফ‍্যাসিবা আ’ওয়ামী সরকারের সকল মামলায় খালাস “বাবর” মদনে আনন্দ মিছিল   » «    দৌলতপুরে ইউসুফ হত্যা মামলার প্রধান আসামি এলমেচ গ্রেফতার   » «    ভারত যাওয়ার পথে ইডেন ছাত্রলীগ নেত্রীসহ গ্রেফতার ২   » «    সবজিতে স্বস্তি ফিরলেও চড়া মাছ-মুরগি ও চালের বাজার   » «   

গাইবান্ধার সাদুল্লাপুরে গভীর রাতে বিল থেকে যুবকের মরদেহ উদ্ধার

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের তরফ কামাল দক্ষিণ পাড়া গ্রামের শাহীন মিয়া (৪৫)-এর রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাতে পাশ্ববর্তী উপজেলা পীরগঞ্জের পানেয়ার বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনার বিবরণ:
স্থানীয় সূত্রে জানা যায়, শাহীন মিয়া পেশায় একজন কৃষক। ঘটনার দিন তিনি বাড়ির পেছনে ভেকু ও মহেন্দ্র দিয়ে পুকুর খননের কাজ করছিলেন। রাত গভীর হলেও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। দীর্ঘ খোঁজাখুঁজির পর পাশ্ববর্তী পীরগঞ্জ উপজেলার পানেয়ার বিলের মধ্যে ডিপের খুটির সাথে তাকে অস্বাভাবিক ভঙ্গিতে হাটু ভাজ অবস্থায় পাওয়া যায় ।
পরিবারের সদস্যরা প্রথমে তাকে জীবিত ভেবে বাড়িতে নিয়ে আসেন। পরবর্তীতে তার মৃত্যু নিশ্চিত হলে বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে।
পুলিশি কার্যক্রম:
প্রায় সকাল ১০টার দিকে সাদুল্লাপুর থানার ওসি তাজউদ্দিন খন্দকার ঘটনাস্থলে উপস্থিত হন এবং প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন। তবে ঘটনাস্থল পীরগঞ্জ থানার অন্তর্ভুক্ত হওয়ায় মরদেহটি পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রাথমিক ধারণা:
শাহীন মিয়ার মৃত্যু রহস্যজনক বলে মনে করছে স্থানীয় পুলিশ। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।
পরিবারের বক্তব্য:
মৃতের পরিবার জানিয়েছে, শাহীন মিয়ার কোনো শত্রু ছিল না। তিনি ছিলেন শান্ত স্বভাবের একজন মানুষ। তবে তার মৃত্যুতে রহস্য থেকে যাচ্ছে।
ময়নাতদন্তের জন্য অপেক্ষা:
মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা সহ বিস্তারিত অনুসন্ধানী প্রতিবেদন  পরবর্তীতে পর্বে আসছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * গাইবান্ধার সাদুল্লাপুরের সমাজসেবককে ফাঁসানোর অপচেষ্টা
সাম্প্রতিক সংবাদ