শিরোনাম
ছাত্রলীগ নেত্রী ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক   » «    ক্যাম্পাস সংস্কার বাদ দিয়ে ফ্যাসিবাদ পুনর্বাসনে ব্যস্ত পবিপ্রবি প্রশাসন   » «    ১৬ বছর পর দেশে ফিরছেন যুবদল নেতা আবু সাইদ   » «    স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজার আখতারুজ্জামানকে শো-কজ   » «    ভ‍্যাট ব‍্যবস্থা বিলুপ্ত করুন; সেবা ও পন্যের ওপর আরোপিত কর অবিলম্বে প্রত্যাহার করুন :এবি পার্টি   » «   

সিমেন্টবাহী ট্রাকের চাপায় নারী নিহত: গ্রামবাসীর ক্ষোভ, পুলিশের আশ্বাস

 বিশেষ প্রতিনিধি:

হাতীবান্ধা হাইওয়ে থানাধীন দক্ষিণ পারুলিয়া বটতলার মোড়ে আজ ভোরে একটি সিমেন্টবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বসতবাড়িতে ঢুকে যায়। ঘুমন্ত অবস্থায় থাকা নুরবানু (৪৮) ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে তার শিশুসন্তান সামান্য আহত হলেও সুস্থ আছে।
ঘটনার খবর পেয়ে হাতীবান্ধা হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রাস্তা পরিষ্কার করে এবং ঘাতক ট্রাকটি আটক করে। নিহত নারীর মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়।
ঘটনার গুরুত্ব বিবেচনা করে হাইওয়ে রংপুর জোনের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। শতাধিক উত্তেজিত গ্রামবাসী এ সময় সেখানে উপস্থিত ছিলেন এবং তারা ঘাতক ট্রাকচালকের গ্রেফতার ও বিচারের দাবি জানান।
পুলিশ সুপার গ্রামবাসীদের আশ্বস্ত করে বলেন, ঘাতক চালককে দ্রুত গ্রেফতার করে আইন অনুযায়ী শাস্তি নিশ্চিত করা হবে। পাশাপাশি নিহত নুরবানুর পরিবারকে আইনি কাঠামোর মধ্যে থেকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দেন। তিনি নিহতের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন এবং সবার কাছে পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহযোগিতা করার আহ্বান জানান।
গ্রামবাসীর দাবির প্রেক্ষিতে পুলিশ সুপার প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার নিশ্চয়তা দেন। ঘটনাটি এলাকায় গভীর শোকের ছায়া ফেলেছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * পুলিশের আশ্বাস * সিমেন্টবাহী ট্রাকের চাপায় নারী নিহত: গ্রামবাসীর ক্ষোভ
সাম্প্রতিক সংবাদ