শিরোনাম
শহীদ জিয়ার দল সবসময় জনগণের পাশে থাকে: ডা. জাহিদ   » «    কুষ্টিয়ায় বিএনপি নেতার বাড়ি থেকে অস্ত্র-বোমা উদ্ধার   » «    আলোচিত পূর্ণিমা গণধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার   » «    কাপাসিয়ায় ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার   » «    দূর্গম চরচরাঞ্চল মানুষের আশ্রয়স্থল জননেতা হারুন হাওলাদর   » «   

জবি কবি লেখক পাঠক ফোরামের সভাপতি আয়াতুল্লাহ, সম্পাদক মাসুদ

জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কবি, লেখক ও পাঠকদের সংগঠন জবি কবি লেখক পাঠক ফোরামের আগামী এক বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনিত হয়েছে লোকপ্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আয়াতুল্লাহ আল মাহমুদএবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ রানা।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয় কবি লেখক পাঠক ফোরামের তৎকালীন সভাপতি মোঃ ফয়সাল আকন্দ ও সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন এবং মডারেটর অধ্যাপক ড. আতিয়ার রহমান, উপদেষ্টা অধ্যাপক ফজলে এলাহি চৌধুরী, সহকারী অধ্যাপক কামরুল ইসলাম জুয়েল ও সহকারী অধ্যাপক ফরহাদ আহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটিতে সহ সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছে মেজবা আহমেদ মারুফ ও হাফিজুল্লাহ আকন্দ। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছে আব্দুল্লাহ ওয়াহেদ ও মনিরা আক্তার, কোষাধ্যক্ষ রাহিমা আক্তার, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান উজ্জল ও গৌরাঙ্গ দাস। এছাড়াও কমিটিতে দায়িত্ব পেয়েছে দপ্তর সম্পাদক সৌরভ আহমেদ, প্রচার সম্পাদক চৈতি আক্তার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মাইনুল ইসলাম অমি, পাঠচক্র সম্পাদক জিলানী হাসান, এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছে রুহানা আক্তার বৃষ্টি, হাবিবুল বাশার সুমন, মাইশা ফাহমিদা ইসলাম।
কমিটির সভাপতি আয়াতুল্লাহ বলেন, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাহিত্য চর্চাকে বেগবান করতে সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের শিক্ষার্থীদের মধ্যেও ব্যাপক পরিমাণে সৃজনশীলতা বিকাশের প্রোজন।
সাধারণ সম্পাদক মাসুদ রানা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল কবি, লেখক ও পাঠকদের আমরা একই প্লাটফর্মে নিয়ে এসে ঐক্যবদ্ধভাবে সাহিত্য চর্চা করতে চাই। প্রত্যেকটি ব্যক্তির ভালো থাকার জন্য এবং সমাজ বাস্তবতা জাতির সামনে তুলে ধরার জন্য সাহিত্য চর্চার কোনো বিকল্প নাই।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * জবি কবি লেখক পাঠক ফোরামের সভাপতি আয়াতুল্লাহ * সম্পাদক মাসুদ
সাম্প্রতিক সংবাদ