এডভোকেট শাহীনুর পাশা সাথে সুনামগঞ্জ জেলা খেলাফত মজলিসের নেতৃবৃন্দের মতবিনিময়
সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত মজলিসে সদ্য যোগদানকৃত সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরীর সাথে বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা শাখার সভাপতি মুফতী আজিজুল হকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম্#৩৯;র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি সদ্য যোগদানকৃত সুনামগঞ্জ-৩ আসনের সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী। এ সময় আরো বক্তব্য রাখেন সিলেট মহানগরের সহ সভাপতি ও কেন্দ্রীয় সুরা সদস্য মাওলানা সানা উল্লাহ, জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মাওলানা ওয়ারিছ উদ্দীন, সহ সভাপতি মাওলানা আব্দুল জলিল, মাওলানা দেলোয়ার হোসাইন,মাওলানা আবুল বশর, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: মাওলানা আতাউর রহমান, মাওলানা রিয়াজ উদ্দীন, মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু বকর শাহ, সহ সাংগঠনিক হাফিজ এনামুল
হক, শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও জেলা নির্বাহী সদস্য কাজী মোহাম্মদ জমিরুল ইসলাম মমতাজ, নির্বাহী সভাপতি মাওলানা ছমির উদ্দীন সালেহ, দিরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আমিরুল হক, মাওলানা কালাম হোসেন হোসেন, মাওলানা মুখলেছুর রহমান তাহিরপুর, মাওলানা তাহির আহমদ, মাওলানা শামছুল আরেফীন, মো. আলমাছ উদ্দীন, মো. আব্দুল হক, মো. ওয়াক্কাছ আলী, মো. তাজুল ইসলাম প্রমূখ।
সভায় অংশ গ্রহণের পর জেলা শাখার নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত মজলিসে সদ্য যোগদানকৃত মাওলানা শাহীনুর পাশা চৌধুরীকে ফুল দিয়ে বরণ করে নেন।