শিরোনাম
দেশে ফিরেছেন, সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন   » «    বাসের ঢাক্কায় একই পরিবারের ৪ জন নিহতের দাফন সম্পন্ন   » «    ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন কর্তৃক প্রচারিত খবরের প্রতিবাদ জানিয়েছে আইএসপিআর   » «    সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুম হয়ে ভারতের কারাগারে যাওয়ার লোমহর্ষক বর্ণনা দিলেন সুখরঞ্জন বালি   » «    গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আযমী’র বরখাস্ত আদেশ বাতিল   » «   

ব্রাহ্মণপাড়ায় এলইডি টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত

ব্রাহ্মণপাড়া কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লার ব্রাহ্মণপাড়ার টাকই দক্ষিণপাড়া স্পোর্টসক্লাব উদ্যোগে আয়োজিত এলইডি টিভি মিনিবার ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর)  টাকই দক্ষিণপাড়া এলাকায় এর আয়োজন করা হয়। এতে অংশগ্রহণ করে ব্রাজিল মিনিবার ফুটবল একাদশ বনাম আর্জেন্টিনা মিনিবার ফুটবল একাদশ। এরমধ্যে ২-১ গোলে আর্জেন্টিনাকে পরাজিত করে ব্রাজিল মিনিবার ফুটবল একাদশ জয়লাভ করেন। উক্ত খেলায় মো রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মোহাম্মদ আলী। প্রধান মেহমান ছিলেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আজহারুল ইসলাম বাহার।
বিশেষ অতিথি ছিলেন সাহেবাবাদ ইউনিয়ন বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম ভূইয়া, উপজেলা উপজেলা জিয়া সাংস্কৃতিক সংগঠন(জিসাস) সভাপতি আল-আমিন মিয়াজি, সাধারণ সম্পাদক মো. শাহ রিয়ার কবির মাসুম, আবুল কাশেম সর্দার, ইউনিউন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো: সোহাগ রানা শান্ত, সাহেবাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আনোয়ার হোসেন, কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সেলিম খান, প্রধান শিক্ষক মো. মাজহারুল ইসলাম, আব্দুল মতিন প্রমূখ।
খেলাটি পরিচালনা করেন টাকই দক্ষিণপাড়া স্পোর্টসক্লাব প্রতিষ্ঠাতা ও সভাপতি মো রাশেদুল ইসলাম, ঢাকা মহানগর ছাত্রদল নেতা মো. রাসেল মিয়া, উপজেলা ছাত্রদল নেতা মো. নাজমুল হাসান, মো সাইফুল ইসলাম মিয়াজি। এছাড়া ফুটবল খেলা প্রেমী বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ব্রাহ্মণপাড়ায় এলইডি টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত
সাম্প্রতিক সংবাদ