শিরোনাম
দেশে ফিরেছেন, সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জল হোসাইন   » «    বাসের ঢাক্কায় একই পরিবারের ৪ জন নিহতের দাফন সম্পন্ন   » «    ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন কর্তৃক প্রচারিত খবরের প্রতিবাদ জানিয়েছে আইএসপিআর   » «    সাঈদীর পক্ষে সাক্ষ্য দিতে গিয়ে গুম হয়ে ভারতের কারাগারে যাওয়ার লোমহর্ষক বর্ণনা দিলেন সুখরঞ্জন বালি   » «    গোলাম আজম পুত্র ব্রিগেডিয়ার আযমী’র বরখাস্ত আদেশ বাতিল   » «   

কিশোরগঞ্জে গণধিকার পরিষদ জয়কা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত

 

কিশোরগঞ্জ প্রতিনিধি:

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় গণধিকার পরিষদ জয়কা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল সাড়ে চারটায় কান্দাইল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজন করা হয় এ সম্মেলন।

করিমগঞ্জ উপজেলা ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি জুবায়ের রহমানের সঞ্চালনা ও করিমগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আল মামুন এর  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ  কিশোরগঞ্জ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক মু. শফিকুল ইসলাম। সম্মেলনের উদ্বোধন করেন অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার যুগ্ম আহবায়ক হযরত আলী অভি। এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ করিমগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক মোঃ শামসুল ইসলাম আমরু।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ- সাংগঠনিক সম্পাদক সুমন তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ কাজল, যুব অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলার সভাপতি সোহাগ মিয়া, অধিকার পরিষদ করিমগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জামাল মোল্লা, সদস্য সচিব জাহিদুল ইসলাম, যুব অধিকার পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক হাসান আহমেদ রমজান, অধিকার পরিষদ করিমগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক শাওন ফারুক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * কিশোরগঞ্জে গণধিকার পরিষদ জয়কা ইউনিয়ন শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত
সাম্প্রতিক সংবাদ