বেনাপোলে ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে গেলেন জামায়াতের আমির
বেনাপোল প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুলাহর বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ-খবর নিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে যশোরের শার্শা উপজেলার বেনাপোল বেনাপোল পৌরসভা ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া গ্রামে যান ডা. শফিকুর রহমান। তিনি আব্দুল্লাহর বাড়িতে গিয়ে তার মা-বাবা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন এবং পরিবারের খোঁজ-খবর নেন। পরে আব্দুল্লাহর কবর জিয়ারত করেন।
এ সময় ডা. শফিকুর রহমান বলেন, ‘আব্দুল্লাহ দেশের গৌরব। সে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য নিজের জীবন বিলিয়ে দিয়েছেন। তার আত্মত্যাগে জাতি গর্বিত।
জামায়াত আমির এ সময় শহিদ আব্দুল্লাহর পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তার পরিবারকে সার্বিক সহযোগিতা করার জন্য দলের স্থানীয় নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন নিহত আব্দুল্লাহর বাবা আব্দুল জব্বার, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান ও যশোর জেলা শাখার আমির গোলাম রসুল,বেনাপোল পৌর জামাতের আমির মোঃ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক, মাওলানা মুজিবর রহমান, আব্দুল হামিদ, আব্দুল খালেক, স্থানীয় নেতৃবৃন্দ।