কাপাসিয়ায় জমি নিয়ে বিরোধ কৃষককে খুন গ্রেফতার ২
কাপাসিয়া গাজীপুর প্রতিনিধি:
কাপাসিয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে লাঠি দিয়ে আঘাত করে এক কৃষককে খুন করেছে প্রতিপক্ষের লোকজন।
নিহত কৃষকের নাম এ কে এম আবু তাহের (৫৬)। তিনি উপজেলার শহর টোক গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে।
আজ শুক্রবার সকাল ৯ টায় কাপাসিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স আনার পর হাসপাতালের ডিউটি ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, এ ঘটনায় আবুল কাশেম ও পারভীন নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা যায়, একখণ্ড জমি নিয়ে আবু তাহেরের সাথে চাচাতো ভাই কাশেম তার পরিবারের সঙ্গে বিরোধ চলছিলো। নিহতের স্ত্রী ছালমা বেগম (৪০) বলেন, (০১৯৬৩৫১৭৬৪৩) আজ সকালে আমার দেবর কাশেম আমাদের গাছ কেটে ফেলেছে। আমার স্বামী বাঁধা দেয়। বাঁধা দিলে কাশেম লাঠি দিয়ে আঘাত করে ও তার ছেলেে পারভেজ আমার স্বামীর গলায় আাঘাত করে। পরে আমার স্বামী ঘটনাস্থলে লুটিয়ে পড়ে।
কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডিউটি ডাক্তার কাওসার আহমেদ বলেন, তাকে হাসপাতালে মৃত আনা হয়েছে। আঘাতের চিহ্ন আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিস্তারিত পরে জানানো হবে।