শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

শিবচ‌রে গণ উন্নয়ন সমবায় হসপিটালে ডাক্তারের ভূল চি‌কিৎসায় নবজাত‌কের মৃত্যু অভিযোগ

 মাদারীপুর প্রতি‌নি‌ধ:
মাদারীপু‌রের শিবচ‌রে গণ উন্নয়ন সমবায় হসপিটালে সিজা‌রের সময় এক নবজাতকের মৃত্যু হয়েছে বলে স্বজনদের অভিযোগ।
 চিকিৎসক আনজুমান আরা অনুও অসাবধানতায় শিশুটির মৃত্যু হয়েছে এমনটাই দাবী স্বজনদের।
শিবচ‌র থানা রো‌ডে অব‌স্থিত গনউন্নয়‌ন সমবায় হাসপাতা‌ল এন্ড ডায়গন‌স্টিক সেন্টা‌রে বৃহস্প‌তিবার (২৬ ডিসেম্বর) সন্ধায় এ ঘটনা ঘ‌টে। ওই ঘটনার জে‌রে নবজাত‌কের মর‌দেহ নি‌য়ে বৃহস্প‌তিবার রা‌তে উত্তে‌জিত জনতা ডাঃ আনজুমান আরা অনু ও হাসপাতা‌লে কর্মকর্তা, কর্মচারী‌দের প্রায় ১ঘন্টা অবরুদ্ধ ক‌রে রা‌খে। প‌রে শিবচর থানা পু‌লিশ গণ উন্নয়ন সমবায় হসপিটালে এসে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রনে আনে।
নবজাতকের ডস্বজনেরা জানান। বৃহস্প‌তিবার দুুুপু‌রে উপ‌জেলার কুতুবপুর এলাকার বা‌সিন্দা বাহাদুর মাদবরের অন্তঃস্বত্বা স্ত্রী শিউলি আক্তারকে ডেলীভারীর জন্য ভর্তি করে।গনউন্নয়‌ন সমবায় হাসপাতা‌ল এন্ড ডায়গন‌স্টিক সেন্টা‌রে । নরমাল ডেলিভারি না করে গণ উন্নয়ন সমবায় হসপিটালে,ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হসপিটাল (সহকারী রেজিস্ট্রার) ডাঃ আনজুমান আরা রোগীদের সিজা‌রের জন্য বলে রোগীর শারীরিক বিষয়ে ডাক্তারের পরামর্শ চাইলে ডাঃ সিজারের পরামর্শ দিয়ে অপারেশন থি‌য়েটা‌রে নেয়া যায়।
 সিজা‌রে‌র পর নবজাতক শিশু‌টি ভ্রমিষ্ট হয় কিছুক্ষন সুস্থ্য থাক‌লেও ধী‌রে ধী‌রে নি‌স্তেজ হ‌তে থা‌কে নবজাতক শিশুটি। ডাক্তার‌ আনজুমান আরাকে বিষয়টি জানা‌লে ডাক্তার আনজুমান আরা পদ‌ক্ষেপ না নি‌য়ে অব‌হেলা ক‌রে । তবে এন আইসিসি না থাকায় নবজাতকের প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারেনি হসপিটাল ও ডাক্তার,এমন অবস্থা আশঙ্কাজনক হয়ে পরে নবজাতকটি, শিশু টির অবস্থা মারাত্মক হ‌লে, হাসপাতাল কর্তৃপক্ষ‌কে জানা‌লে তারা ঐ অবস্থায় ঢাকায় প্রেরন ক‌রে।
স্বজন‌দের দাবী, অব‌হেলা না ক‌রে দ্রুত ব্যবস্থা নি‌লে নবজাত‌কের ‌মৃত্য হতো না।
মৃত নবজাতকটি ডাক্তার আনজুমান আরার ত্বত্তাবধা‌নে ছি‌লো। নবজাতকের স্বজনদের দাবি নবজাতকের মৃত্যু ঘটনায় জড়িত ডাক্তার ও হসপিটালের অবহেলায় ছিল প্রধান কারণ। তাই ডাক্তার আনজুমান আরা ও হসপিটালের কতৃপক্ষের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।  যাতে এমন মায়ের কোল কখনো ডাক্তারের অবহেলায় খালি না হয়ে যায়। নবজাত‌কের বাবা বাহাদুর মাদবর ব‌লেন, ডাক্তার আনজুমান আরার অব‌হেলায় আমার ছে‌লে মারা গে‌ছে। আমি এর উপযুক্ত বিচার চাই।  এ বিষয়ে জানতে চাইলে গনউন্নয়ন সমবায় হাসপাতা‌লের ব‌্যবস্থাপকের মোবাইলে কল দিলে রি‌সিভ ক‌রে‌নি।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোকতার হোসেন জানান নবজাতকের মৃত্যু ঘটনায় থানায় কোন অভিযোগ এখন পর্যন্ত হয়নি,যদি কোন অভিযোগ বা মামলা দিতে চায় নবজাতকের স্বজনরা তবে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * শিবচ‌রে গণ উন্নয়ন সমবায় হসপিটালে ডাক্তারের ভূল চি‌কিৎসায় নবজাত‌কের মৃত্যু অভিযোগ
সাম্প্রতিক সংবাদ