শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

সমাজের সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন

দুর্গাপুর   নেত্রকোণা  প্রতিনিধি  :
সমাজের সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো নেত্রকোণার সুসঙ্গ দুর্গাপুরের সামাজিক সংগঠন শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন।
শুক্রবার দুর্গাপুরের গোপালপুর গ্রামে এই সংগঠনের উদ্যোগে অর্ধশত মানুষকে কম্বল প্রদান করা হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাশিদ। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সমাজসেবক মঞ্জুরুল হক মঞ্জু,কবি লোকান্ত শাওন,কবি বিদ্যুৎ সরকার,কমরেড শামসুল আলম খান,উন্নয়নকর্মী মোরশেদ আলম,টোকন সরকার,রফিকুল ইসলাম বাদশা,নুরুল আমিন,ছোটন হাজং,গোপাল হাজং সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই আয়োজনে সভাপতিত্ব করেন শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি পলাশ সাহা।  অনুষ্ঠান সঞ্চালনা করেন সাংবাদিক মামুন রণবীর।
এই আয়োজনে অতিথিরা আর্তমানবতার সেবায় এগিয়ে আসার জন্য সমাজের সকলের প্রতি উদাত্ত  আহ্বান জানান। এমন আয়োজন করায় উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। এই শীতে সুবিধাবঞ্চিত মানুষকে কিছুটা হলেও উষ্ণতা দেবে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের এমন উদ্যোগ। এমন মানবিক উদ্যোগ আরো বেশি ছড়িয়ে দিতে উদ্যোক্তাদের প্রতি সমাজের সকলেই আহ্বান জানিয়েছেন।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * সমাজের সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের পাশে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশন
সাম্প্রতিক সংবাদ