শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

ব্রাহ্মণপাড়ায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন

 ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:
”পেশাভিত্তিক মন্ত্রণালয় চাই, উপসচিব পদে সকল কোটার অবসান চাই, জনবান্ধব সিভিল সার্ভিস চাই” বাস্তবায়ন দাবিতে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মানববন্ধন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. মাসুদ রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মনিরুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমেদ ভূঁইয়া, ডা. শঙখজিৎ সমাজপতি, ডা. উম্মে সালমা মৌ ও ডা. আসিফ মোহাম্মদ তকি প্রমুখ।
বক্তারা বলেন, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডার বিলুপ্তি সুপারিশ প্রত্যাহার ও সকল উপসচিব পদে কোটা পদ্ধতি অবিলম্বে বাতিল করে প্রশাসনের সকল স্তরে মেধা ভিত্তিক নিয়োগ দিতে হবে। এই দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেন তারা।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * ব্রাহ্মণপাড়ায় আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন
সাম্প্রতিক সংবাদ