শিরোনাম
সিরাজগঞ্জে ভারতীয় সূতা উদ্ধার করেছে পুলিশ   » «    “প্রশাসন ক্যাডারের বাইরে অন্যান্য ক্যাডারের ৫০% অন্তর্ভুক্তির পুনর্বিবেচনার জন্য অনুরোধ”   » «    ‘ক্রিসমাস ডে’ কে কেন বড়দিন বলা হয়?   » «    সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ২৬ বাংলাদেশি পুরুষ ও নারী   » «    চাঁদপুরে জাহাজে খুনের ঘটনায় আটক ইরফান   » «   

বিজিবির অভিযানে দেড় কোটি টাকা মূল্যের মাদক ও বিভিন্ন অবৈধ মালামাল জব্দ

 

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি:

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১ কোটি ৫৬ লাখ ৮২ হাজার ৬১০ টাকা মূল্যের ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ও চোরাইপথে আসা বিভিন্ন মালামাল জব্দ করেন। গত ২০ থেকে ২৬ ডিসেম্বর কুমিল্লার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার শংকুচাইল, শশীদল ও বড়জ্বালা বিওপি এবং ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও আখাউড়া উপজেলার আখাউড়া, মঈনপুর, গোসাইস্থল, কসবা ও মাদলা বিওপি বিজিবি সদস্যর এ মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, পৃথকভাবে পরিচালিত এসব অভিযানে ভারতীয় ১০ হাজার ৬০৩ কেজি বাসমতি চাউল, ৪০৩ পিস বোরোলিন ক্রিম, ৪৯৮ পিস লোশন, ৪৬৮ পিস এন্টিসেপটিক ক্রিম, ৮ টি গরু, ১৮৯ পিস টুথপেষ্ট, ১৪ হাজার ৭৬০ কেজি চিনি, ২ হাজার ১৫৬ পিস নেহা মেহেদী, ৫৪৩ পিস অলিভ ওয়েল, ৮২ পিস ফুসকা, ৩৯৫ পিস সাবান, ১৬ কেজি কিসমিস, ৩১ কেজি জিরা, ২ হাজার ৬৮০ পিস চকলেট, ১ লাখ ৭০ হাজার ৭০৯ পিস বাঁজি, ৪৫ পিস শাড়ী, ৩৪১ কেজি রসুন, ১০৯ বোতল হুইস্কি, ৬৯ পিস বিয়ার, ৬৪ বোতল ইস্কাফ সিরাপ, ৪৩ কেজি ৫০০ গ্রাম, ১৬০ বোতল ফেন্সিডিল ও ৪৫০ কেজি বাংলাদেশী মাছ জব্দ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * বিজিবির অভিযানে দেড় কোটি টাকা মূল্যের মাদক ও বিভিন্ন অবৈধ মালামাল জব্দ
সাম্প্রতিক সংবাদ