সুনামগঞ্জের শাল্লায় হাওর ফসল রক্ষা বাধঁ মেরামত কমিটি গঠনে অনিয়মের অভিযোগ দায়ের
সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় হাওর ফসল রক্ষা বাধঁ মেরামত কমিটি গঠনে অনিয়মের অভিযোগ এনে বাধঁ সংলগ্ন জমির মালিক প্রকৃত কৃষক মতিউর রহমান উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়েরের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, নীতিমালা অনুযায়ী পিআইসি কমিটি গঠন করতে হয় বাধঁ সংলগ্ন যাদের জমি আছে প্রকৃত কৃষকদের
সমন্বয়ে কমিটি করে বাধেঁর কাজ বাস্তবায়ন করা। শাল্লা উপজেলার কালি কোটা হাওর উপ-প্রকল্পের কাটগাং হতে মির্জাপুর কবরস্থান পর্যন্ত ২৭. ৪৮৫ হতে ২৮. ৩৩৩ কিঃ মিটার পর্যন্ত বাধেঁর ভাঙ্গা বন্ধকরন ও মেরামত করা হবে। এ বাধেঁর সংলগ্ন পূর্ব পাশে ও উত্তর পশ্চিমে মতিউর রহমানের রেকর্ডীয় জমি রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের অধীনে ৮৮ নং পিআইসি বরাদ্ধ অর্থ ২২ লক্ষ ৭০ হাজার ৬শত ৫ টাকা ৬৬ পয়সা। ৮৯ নং পিআইসি প্রকল্পের বরাদ্ধ অর্থ ২৩ লক্ষ ২৫ হজার ৬ শত ৪৯ টাকা ৫৪ পয়সা ব্যয়ে এ বাধঁ নির্মাণ করা হবে।
এ ক্ষেত্রে নীতিমালা লংঘন করে পিআইসি কমিটি গঠন করা হয়েছে মৃত মনির উদ্দিনের দুই পুত্র গোলাম মোস্তফা ও মাহতাব উদ্দিনের নামে।
৮৮ নং পিআইসি কমিটির সভাপতি হলেন মাহতাব উদ্দিন । মাহতাব উদ্দিনের প্রকৃত পিতার নাম মনির উদ্দিন। এর স্থলে পিতার নাম লিখেছেন সুন্দর আলী। ৮৯ নং পিআইসি কমিটির সভাপতি হলেন গোলাম মোস্তফা । সদস্য আল আমীন কে সদস্য নীতিমালা লংঘন করে পিআইসি কমিটি গঠন করা হয়েছে।
মাহতাব উদ্দিন ও গোলাম মোস্তফা সদস্য আল আমীন তাদের বাধঁ সংলগ্ন জমি নেই অভিযোগকারী মতিউর রহমানের দাবী। অথচ বাধঁ সংলগ্ন মতিউর রহমানের জমি থাকলেও তাকে পিআইসি কমিটিতে নেয়া হয় নাই। তদন্ত পূর্বক নীতিমালা লংঘন কৃত কমিটি বাতিল করে নীতিমালা অনুযায়ী পিআইসি কমিটি গঠনের দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাাবর লিখিত অভিযোগ করেছেন মতিউর রহমান।
এ ব্যপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শাল্লা উপজেলা পানি উন্নয়ন বোর্ডের শাখা কর্মকর্তা রিপন আলী বলেন অভিযোগ পেলে সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।