শিরোনাম
চাঁদপুরে শিশু ধর্ষণের মামলায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল গ্রেফতার   » «    বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো লাইনে চা-শ্রমিকের লাশ   » «    ছোট হয়ে যাচ্ছে চরভদ্রাসন ও সদরপুরের মানচিত্র   » «    মানুষের লাশের উপর দিয়ে নির্বাচন করতে হবে : মনিরুল হক চৌধুরী   » «    পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি প্রথম ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ : ড.মোঃ কেরামত আলী   » «   

রায়পুরে মাদক বিক্রয় বাধা দেওয়া মারধর ১জন আহত

 

রায়পুর, লক্ষ্মীপুর:

লক্ষ্মীপুরের রায়পুরে মাদক বিক্রিয় বাধা দেওয়া বোরহান উদ্দিন টিটু পাটোয়ারীকে মারধর করার অভিযোগ উঠেছে, একই এলাকার মিজানুর রহমান লাতুর এর বিরুদ্ধে।

বোরহান উদ্দিন টিটু পাটোয়ারী (৫০)রায়পুর উপজেলার ০৪ সোনাপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের রাখালিয়া গ্রামের হায়দার বক্স পাটোয়ারী বাড়ী মৃত আক্কাস মিয়া ছেলে। অভিযুক্ত মিজানুর রহমান লাতু একই গ্রামের কাজল মেম্বার বাড়ির শামছুল ইসলামের ছেলে।

রবিবার (২২ ডিসেম্বর) বিকাল ৩:৪৫ মিনিটে নকড়ী মিজি বাড়ির কামালের চা দোকানে সামনে এই ঘটনা ঘটে। টিটু পাটোয়ারী বলেন, লাতু এলাকায় মাদকের ব্যবসায় করে। আমি লাতুকে মাদক বিক্রিয় না করতে নিষেধ করলে অতর্কিত ভাবে চাইনিজ কুড়াল দিয়ে হামলা চালায়।  এতে আমার মুখে, হাতে, আমার মাথায়, হাতে, পিঠে মারাত্মক জখম হই । পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। আমি এ ঘটনার বিচার কামনা করছি।

রায়পুর থানার ভারপ্রাপ্ত রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, এঘটনায় কেউ কোন লিখিত অভিযোগ করেনি, অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * রায়পুরে মাদক বিক্রয় বাধা দেওয়া মারধর ১জন আহত
সাম্প্রতিক সংবাদ