শিরোনাম
চাঁদপুরে শিশু ধর্ষণের মামলায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল গ্রেফতার   » «    বাংলাদেশ-ভারত সীমান্তের জিরো লাইনে চা-শ্রমিকের লাশ   » «    ছোট হয়ে যাচ্ছে চরভদ্রাসন ও সদরপুরের মানচিত্র   » «    মানুষের লাশের উপর দিয়ে নির্বাচন করতে হবে : মনিরুল হক চৌধুরী   » «    পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ একটি প্রথম ইসলামী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ : ড.মোঃ কেরামত আলী   » «   

জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের নতুন কমিটি ঘোষণা

 

জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের স়ভানেত্রী গোল নাহার ইভা ও সিনিয়র সহসভাপতি চিত্র তারকা রিনা খানকে ফুল দিয়ে বরণ

প্রতিবেদক :

 

জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ এবং ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি হলেন গোল নাহার ইভা, সিনিয়র সহ-সভানেত্রী চিত্র তারকা রিনা খান, কবির হোসেন সিদ্দিকী, সহ-সভাপতি অভিনেত্রী শবনম পারভীন, সহ-সভাপতি কৌতুক অভিনেতা হারুন কিসিঞ্জার, সহ-সভাপতি কণ্ঠশিল্পী কাজী কাকলি, সাধারণ সম্পাদক সাবেক ফুটবলার খ. ম. জাহাঙ্গীর আলম, যুগ্ম সম্পাদক সাংবাদিক মাহাতাব উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক তমজিদুল হাসান, সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা কারী । রবিবার সকাল ১১ টায় পটনস্থ বিএনপির কেন্দ্রিয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কমিটি ঘোষণা করা হয়।

অপর দিকে জিসাসের উপদেষ্টা মন্ডলী সদস্যরা হলেন (০১) ডঃ খন্দকার মোশারফ হোসেন, সদস্য, স্থায়ী কমিটি, জাতীয়তাবাদী দল, বিএনপি। ২) আব্দুল মইন খান, সদস্য, স্থায়ী কমিটি, জাতীয়তাবাদী দল, বিএনপি। ৩) এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট, জাতীয়তাবাদী দল, বিএনপি। ৪) নুর ইসলাম মনি, ভাইস প্রেসিডেন্ট, জাতীয়তাবাদী দল, বিএনপি। ৫) এড. রুহুল কবির রিজভী আহমেদ, সিনিয়র যুগ্ম-মহাসচিব, জাতীয়তাবাদী দল, বিএনপি। ৬) হাবিবুর রহমান হাবিব, উপদেষ্টা, চেয়ারপার্সন, বিএনপি। ৭)ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন, উপদেষ্টা, চেয়ারপার্সন, বিএনপি।৮)প্রফেসর ডঃ সাহিদা রফিক, উপদেষ্টা, চেয়ারপার্সন, বিএনপি। ৯)এড. সিমকি ইমাম খান, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। ১০) আকরামুল হাসান মিন্টু, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি।

নতুন সভাপতি গোল নাহার ইভা বলেন, জিয়ার আদর্শে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের নির্দেশে ৩১ দফার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। সহ সভানেত্রী চিত্র তারকা রীনা খান, বলেন জিসাসের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন আবুল হাসেম রানা ভাই ছিলেন। সারা বাংলাদেশের জিয়ার সৈনিকদের উনি জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের ছায়াতলে নিয়ে এসেছিলেন। রানা ভাইয়ের যোগ্য উত্তরসূরী গোল নাহার ইভার নেতৃত্বে জিসাস ঐক্যবদ্ধ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
বিষয়: * জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের নতুন কমিটি ঘোষণা
সাম্প্রতিক সংবাদ